1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালিতে হাজার হাজার নেতা-কর্মী গোদাগাড়ীতে স্কুলছাত্রী অপহরণকারী মূলহোতাসহ ২ জন গ্রেফতার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৫ তানোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা রূপসায় ভোটকেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত  গোমস্তাপুর জাতীয়বাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তানোরে ভুয়া কবিরাজের হাতে সরকারি কর্মকর্তা লাঞ্ছিত পত্নীতলায় নেচে গেয়ে কারাম উদযাপন বাগমারায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা রাজশাহীর আলোচিত বহিষ্কৃত এসআই মাহবুবের ২ দিন রিমান্ড

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ তানিয়া সুলতানা মুন্নি, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন মুরাদনগর মৃদ্দাপাড়া বদন দিদারীর বাড়িতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

শিশুটির বাবা জানান, আমরা দীর্ঘদিন যাবত মুরাদনগর মৃদ্দাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছি। আমাদের পরিবারের সকল সদস্য সকালে কাজ করতে গেলে সন্ধ্যায় বাসায় ফিরি। আমার ৬ বছরের শিশু কন্যাটি বাসায় একা থাকে এবং সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা করে। প্রতিদিনের মতো গত ২৫ ডিসেম্বর আমি ও আমার স্ত্রী কাজে গিয়েছি, এসে শুনি একই এলাকায় বসবাসরত ৬০ বছরের বৃদ্ধ মোঃ হামিদ আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছে।

প্রতিবেশী মর্জিনা (২৫) ও তানজিনা আক্তার (২৪) জানান, শিশুটি বিকালে এলাকার গলিতে খেলাধুলা করলে অভিযুক্ত হামিদ ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে বদন দিদারীর বাড়িতে নিয়ে যায়। ওই বাড়িতেই শিশুর জামা কাপড় খুলে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি অভিযুক্তের ভাড়া বাসা থেকে বের হলে শিশুটির মুখে আঁচরের দাগ পাওয়া যায় বলে জানান প্রত্যক্ষদর্শী দুই প্রতিবেশী। তবে তাদের দাবি, শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলেও ধর্ষণ করতে পারেনি।

এদিকে অভিযুক্ত হামিদের বোন জানান, বিষয়টি সন্ধ্যার দিকে এলাকায় জানাজানি হলে, ঘটনার সত্যতা জানতে চাই। সে জানায় শয়তানের প্ররোচনায় ভূল হয়ে গেছে। পরবর্তীতে সে পালিয়ে যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো অভিযুক্ত এলাকায় আসেনি। তবে অভিযুক্ত হামিদ যে বাসায় ভাড়া থাকতো সে বাসার বাড়িওয়ালা খায়ের আহমেদ এর উপর স্থানীয় এলাকাবাসীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এলাকাবাসীর দাবি, ধর্ষণ চেষ্টার এ ঘটনায় বাড়িওয়ালা খায়ের আহমেদ দায় এড়াতে পারেন না। তিনি ফ্যামিলি বাসাবাড়িতে ব্যাচেলর লোক ভাড়া দিয়েছেন, তাও কোন ধরনের ডকুমেন্টস ও তথ্য ছাড়া। আজ ধর্ষণ চেষ্টার পরিবর্তে সত্যিকার ধর্ষণ হলে এর জবাব কে দিত? তবে এলাকাবাসীর এমন দাবির প্রেক্ষিতে বাড়ির মালিককে অভিযুক্তের ডকুমেন্টস দেখাতে বললে, তিনি অভিযুক্ত হামিদের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখাতে সক্ষম হন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান শিশুটির বাবা।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট