1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
কবিতা প্রশংসায় ভাসালেন খুলনা বিআরটিএ’র এডি উসমান সরওয়ার বটিয়াঘাটায় জাতীয়তাবাদ দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পাবনায় চাটমোহর-ভাঙ্গুড়া উপজেলার লাখো মানুষের প্রানের দাবী, বলজপুর-গদাই রূপসী-ধলাগাড়া রাস্তা পাকা করন ও ব্রিজ নির্মাণ সুন্দরগঞ্জে বালু উত্তোলনের মহোৎসব, প্রশাসন নিরব, নিশ্চুপ, এলাকাবাসির চরম ক্ষোভ  সিরিয়ায় প্রত্যাঘাত আসাদ বাহিনীর! লড়াইয়ে নিহত অন্তর্বর্তী সরকারের ১৪ নিরাপত্তা আধিকারিক বাগমারায় সরিসার বাম্পার ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসির ঝিলিক গোদাগাড়ীতে ১ কেজি হেরোইনসহ দেলোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ  সরকারি সড়কে ব্যারিকেড ; প্রশ্নের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়! রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ৬৫তম পূন:র্মিলনী উৎসব

রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ৬৫তম পূন:র্মিলনী উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ জিয়াউল কবীর: রাজশাহী পুলিশ লাইন স্কুল ও কলেজের ৬৫ তম বর্ষপূর্তি পুন:র্মিলনী আজ ২৭ ডিসেম্বর শুক্রবার। দিনব্যাপী ৩টি পর্বে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসব পালন হচ্ছে। যে প্রাণের মেলা অত্যন্ত মুগ্ধকর। পুলিশ কমিশনার , প্রতিষ্ঠাতা পরিবারের ব্যক্তিবর্গ,ম্যানেজিং কমিটির বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ,সাবেক ও বর্তমান শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমের সাংবাদিক – কলামিস্ট – রিপোর্টার বৃন্দ সহ আয়োজনের বিভিন্ন ইভেন্টে জড়িত যারা উপস্থিত ছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে ।

বিশেষত যারা সুষ্ঠু আয়োজনের স্বার্থে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে,অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ছাত্ররা কৃতজ্ঞ। এমন একটি আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের সাথে নিয়ে মিটিং করা, সকলের সাথে যোগাযোগ করা, রেজিঃ করা, ডোনেশন ও বিজ্ঞাপনের জন্য দৌড়ঝাপ করা, আয়োজনে মেহমান সংখ্যা নির্ধারণ করে সে অনুযায়ী বাজেট তৈরি, বাজেটের অর্থ যোগানো, উপহার সামগ্রী চিহ্নিত করে তা ক্রয় করা, তিন টাইমের জন্য আপ্যায়নের ব্যবস্থাপনা, বাবুর্চি,ডেকোরেশন, লাইটিং, অলংকরণ, সাউন্ড সিস্টেম, স্মরণিকা তৈরি, তাতে বিজ্ঞাপন – বাণী, শিক্ষার্থীদের ছবি সহ বৃত্তান্ত সংগ্রহ, বিশৃঙ্খলা এড়াতে ফিতা সহ প্রাক্তন শিক্ষার্থী/ সম্মানিত মেহমান লিখিত ব্যাচ তৈরি, দায়িত্বভেদে ভিন্নভিন্ন কালারের ফিতা সংগ্রহ, খাবারের টোকেন তৈরি করে সংশ্লিষ্ট সকলের নিকট তা পৌঁছে দেয়া, সবচেয়ে কঠিন কাজ কার্ড প্রস্তুত করে তা বিলি করা, ক্রেস্ট তৈরি, ফুলের তোড়া সংগ্রহ, পরিকল্পিত ভাবে অনুষ্ঠান পরিচালনা, উপহার সমূহ যথাযথ পদ্ধতিতে বন্টন, আপ্যায়নের স্থান পরিচ্ছন্নতা,স্বেচ্ছাসেবক টিমগঠন, বিকেলে কফি/ চা, চটপটি / ফুচকার জন্য স্টল প্রস্তুত বিশেষভাবে সাবেক শিক্ষকগণের নাম্বার সংগ্রহ করে তাদের কে অনুষ্ঠানে উপস্থিত করা সহ নানা আপত্তি, বাধা- বিপত্তি ট্যাকেল দেয়া, সর্বোপরি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে শৃঙ্খলার সাথে পুরো আয়োজন বাস্তবায়ন মেধা – শ্রম ছাত্ররাই দিয়ে চলেছে।

আয়োজনের নানাবিধ অসংগতি, ভুলভ্রান্তি, অসম্পূর্ণতা, সম্মানিত অতিথি ও সাবেক শিক্ষক, কমিটি, বর্তমান শিক্ষক কমিটি সহ কাউকে শত ইচ্ছে থাকা স্বত্ত্বেও পরিবেশ পরিস্থিতির কারনে যথার্থ সম্মান ও মূল্যায়ন অব্যাহত রয়েছে। পুরোটা দিন অনেকে, বিশেষ করে সম্মানিত আমার প্রাণপ্রিয় উপস্থিত শিক্ষক মন্ডলী- সহকর্মী, প্রানাধিক প্রিয় শিক্ষার্থীদের মধ্যে অনেকেই সহায়তা করেছেন কিংবা আমার কোন অনিচ্ছাকৃত ভুল পদক্ষেপের কারণে কেউ কেউ রাগ করে দূরে থেকেছেন। কেউ কেউ দায়িত্ব চেয়ে নিয়েছেন, দায়িত্বে নেই কিন্তু পরিস্থিতি দেখে স্বেচ্ছায় কেউ কেউ নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন,আবার দায়িত্ব পেয়েও কেউ কেউ নিস্ক্রিয় থেকেছেন, বিরক্ত হয়েছেন।এই মহাযজ্ঞে কে কতটুকু শ্রম দিয়েছেন,আন্তরিক ভূমিকা রেখেছেন,বাস্তবমুখী পদক্ষেপে পরামর্শ দিয়েছেন,তা তিনি নিজে আর তার রব জানেন। তাইতো সকলের যথার্থ প্রতিদানের জন্য রবের নিকটেই দায়িত্ব সোপর্দ করছি।

অনুষ্ঠানের যতটা সফলতা সব আপনাদের আর যত টা ব্যর্থতা -অসংগতি – অসম্পূর্ণতা তার পুরোপুরি দায় আমি আমার কাঁধে তুলে নিলাম। অনেকে প্রশংসা করেছেন ধন্যবাদ জানিয়েছেন,খুশী আর সন্তুষ্টি নিয়ে সাধুবাদ জানিয়েছেন। যেভাবে অনুষ্ঠান সাজানোর কথা সেভাবে সাজাতে না পারার কারনে আবার অনেক হিতাকাঙ্ক্ষী আমার কল্যাণকামী আমার ভুলগুলো দেখিয়ে প্রকাশ্য মিডিয়ায় সমালোচনা করেছেন। অবশ্যই ভবিষ্যৎ সংশোধন কল্পে এসব আমি সাদরে গ্রহণ করে দুঃখ প্রকাশ করছি।

সবকিছু ছাপিয়ে সেদিনের প্রাণোচ্ছল উপস্থিতি, প্রাক্তনদের উচ্ছ্বাস, পুরনোদিনের স্মৃতিরোমন্থনে আবেগের অশ্রু, উৎফুল্ল বড়দের ছোট হয়ে যাওয়া, একাকী- পরিবারের সদস্যদের নিয়ে- ব্যাচমেট কিংবা গ্রুপে গ্রুপে ছড়িয়ে- ছিটিয়ে বর্তমান ও প্রাক্তন গুরুদের নিয়ে ফটোসেশান, সদলবলে কফি আয়োজনে, চটপটি আয়োজনে হানা দেয়া, হই- হুল্লোড়, মাদরাসার প্রতিটি কোনায় কোনায় অতীত কে হাতড়িয়ে বেড়ানোর আকুতি, বাল্যজীবনের হারিয়ে ফেলা অতীত কে খুঁজে পাওয়ার যে আকুলতা সেদিন দেখেছিলাম এবং ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা এখনো দেখছি তাতে আবেগাপ্লুত হই আর অশ্রুসিক্ত নয়নে মহান রবের কাছে মাথানত করে কৃতজ্ঞতা জানাই। সকলের প্রতি আহবান থাকবে আসুন আমরা আমাদের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠান কে নিখাঁদ ভালোবাসা দেই। প্রতিষ্ঠান এর কল্যাণে বুদ্ধি- পরামর্শ – প্রয়োজনে আর্থিক সহযোগিতা দিয়ে ছাত্রদের অতিপ্রিয় পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে নিতে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট