আজ ২০শে ডিসেম্বর পড়ন্ত বেলায় খুলনা আর্ট একাডেমির প্রাঙ্গনে একজন গুণী সঙ্গীত শিল্পী তার সহধর্মিনী আরাধিকাকে নিয়ে পরিদর্শন করেন।তার জন্মস্থান খুলনা জেলা, ডুমুরিয়া উপজেলা, বান্দা গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগে অনার্স শেষ করে মাস্টার্সে অধ্যায়নরত রয়েছেন ।চিত্রশিল্পী মিলন বিশ্বাসের সঙ্গে ২০২০ সালে দেশে মহামারী শুরু হলে তখন তার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সুসম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস রচিত তিনটি গানে সুর দিয়ে প্রাণবন্ত করেছিলেন এই গুণী শিল্পী ।
আজ তার আগমনে চিত্রশিল্পী মিলন বিশ্বাস অনেক আনন্দিত । শিল্পী এসে বাংলার বাউল সংগীত পরিবেশন করেন তার সহধর্মিনী ও গান গেয়ে উপস্থিত সকলের মন কেড়ে নেয়। তখন চিত্রশিল্পী মিলন বিশ্বাস করোনা কালীন সময়ে শিল্পী দ্বৈপায়নের একটি ছবি অংকন করেন। সেই ছবিটি খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে স্মৃতিস্বরূপ উপহার তুলে দিলেন দ্বৈপায়ন বিশ্বাসের হাতে এবং তাৎক্ষণিক তাদের উপস্থিতিতে তাদের স্বামী-স্ত্রীর নাম ক্যালিগ্রাফি আর্ট করে উপহার দিলেন এবং মনের অনুভূতি ব্যক্ত করলেন।
চিত্রশিল্পী মিলন বিশ্বাস বললেন সাদা কাগজে লেখা যায় সবই কেউ আঁকে ছবি আমি এঁকেছি আপনার সুন্দর নামটি। আমার অবর্তমানে এই স্মৃতিচিহ্নে আমি আপনার কাছে বেঁচে থাকব। তার অনুভূতি ব্যক্ত করলেন এই প্রাপ্তি আমার কাছে অনেক বড়। এমন এমনটা অনুভূতি প্রকাশ করলেন সকলের মাঝে ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা আর্ট একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস এবং নবীন চারুশিল্পীরা জয় বিশ্বাসী দীপ, মোঃ শামীম, নাজমুল আলম, সৌহার্দ্য বিশ্বাস ও শিশু শিল্পী ঐশ্বর্য ,আয়ান এবং অভিভাবক বৃন্দ। শিল্পীদের আগমনে সবাই অনেক আনন্দিত গানের আসরে সবাই মুগ্ধ হয়েছে। সব মিলিয়ে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করলেন উপস্থিত সকলে।
সর্বশেষে শিল্পীর উদ্দেশ্য এবং সার্বিক মঙ্গল প্রার্থনা করেন চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে শুভেচ্ছা জানিয়ে অতিথিদের ধন্যবাদ জানায় এরকম একটি সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য।#