দেশ প্রেমিক
…….এস এম মনিরুজ্জামান আকাশ/ প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,
পৃথিবীর সীমানা পেরিয়ে মহাকাশের দিকে-
দৃষ্টি যার অদম্য প্রচন্ড প্রখর,
থামবে কি তার আরাধনার রং ফিকে-
হবেনা কি পুর্ন তার স্বপ্ন আখর!
কুয়াশা ভেদ করে চলে অবিরাম-
সৎ সাহস বুকে দেশ প্রেম পাথেয়,
সাফল্য যে তার প্রাপ্য পরিশ্রমের দাম-
নয়তো অসত্যের কাছে লোভে নতজানু হেয়!
বীর দর্পে পদচারনা তার চতুর্দিক-
নয়তো লোভী কভুও কোন কিছুর মুল্যে,
মোবারক হোক তার কৃতকর্ম কাব্যিক-
অবারিত হোক তার মানস স্বত্ত্বা বোধের তুল্যে…
আবহমান কাল ধরে চরাচরে যা বিদ্যমান-
তাতো দেশ প্রেম ও মানবতার জয়,
দেশ প্রেমেই হয় মানুষ মানব প্রেমে মহান-
কৃতকর্মের দ্বারা অমরত্বে সার্থক হয় অক্ষয়!
পৃথিবীর ধুলিকণা বিন্দু জলে যার ছোঁয়া-
সে তো মহাপ্রেমিক পৃথিবীর মহাকাশে,
প্রকৃত প্রেমে সার্থক পুরুষ পায় সব পাওয়া-
যায়না যে কালের শ্রমের মুল্য বিফলে……