# নাহিদ জামান, খুলনা: রূপসায় ইমরান হোসেন মানিক (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। ৬ ডিসেম্বর বিকেল আনুমানিক চারটার দিকে পূর্বরূপসা বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কস্থ মডার্ন সীফুডস এর সন্নিকটে এ ঘটনা ঘটে। আহত মানিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বাগমারা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে ইমরান হোসেন মানিক মডার্ন সীফুডস এর নিকটে একটি চায়ের দোকানের সামনে বসেছিল। এসময় কয়েকটি মোটরসাইকেল যোগে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেখানে এসে মানিককে লক্ষ্য করে গুলি চালায়। মানিক দ্রুত পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও তার পায়ে গুলি লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এ ঘটনায় পালানোর চেষ্টাকালে রাসেল নামে এক যুবককে জনতার সহায়তায় পুলিশ আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।#