নিজস্ব প্রতিবেদক, নাটোর ঃ লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে চলছে নির্মাণ কাজ এমন তথ্য পেয়ে রবিবার (১লা ডিসেম্বর-২৪)সকালে সরজমিনে ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে গিয়ে তথ্যটির সঠিকতা পাওয়া যায়।
সরজমিন গিয়ে দেখা যায় উক্ত বিদ্যালয়ে ৩টা ক্লাস রুম নির্মাণ হচ্ছে সেখানে ইট-বালি খুবই নিম্নমানের।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সংবাদ কর্মীদের বলেন ক্লাস রুম নির্মাণ হচ্ছে বাজেট ২০ লক্ষ টাকা অবগত আছি তবে আমার একটা জটিলতার কারণে স্কুলে যেতে পারছিনা,আপনারা উপস্থিত শিক্ষকদের সাথে কথা বলেন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন সংবাদ কর্মীদের বলেন,আমাদের স্কুলের ক্লাস রুম সংকট,আমরা এই বাজেট টা পেয়েছি তাই দ্রুত ক্লাস রুম তৈরি করছি,ভালো মন্দ যায় হোক আমাদের ক্লাস রুম প্রয়োজন তাই এটা করা হচ্ছে।
এ বিষয়ে কাজটির ঠিকাদার তুষার ইমরান সংবাদ কর্মীদের বলেন,আমি কাজটা আরও ৬ মাস পরে ভালো ইট-বালি/নির্মাণ সামগ্রী দিয়ে ১০০% সঠিকভাবে কাজটা করতে চেয়েছিলাম। কিন্তু শিক্ষক আলাউদ্দিন সহ আরও কয়েকজনের দাবির পেক্ষিতে আমাকে এভাবে কাজ করতে হচ্ছে আমার কিছু করার নেই।৬ মাস পরে কাজটা করলে যে খরচ হতো এখন তার চেয়ে বেশি খরচ হচ্ছে বলেও জানিয়েছেন ঠিকাদার।
এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানকে অবগত করেও কোন সুফল হয়নি।উপজেলা প্রকৌশলীকে সহ নাটোর জেলা নির্বাহী প্রকৌশলীকে অবগত করার পরেও তাঁরা নিরব।#