1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা রাবির আওয়ামী লীগপন্থী তিন কর্মকর্তা গ্রেপ্তার, ছাত্ররা তুলে দিল পুলিশের হাতে ফলো আপঃ বাঘায় নিয়োগ জালিয়াতি মামলায় সভাপতি-অধ্যক্ষ-শিক্ষকসহ তিনজন রিমান্ডে তানোরে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করলেন ইউএনও লিয়াকত সালমান রাজশাহী বোর্ডের অধীনে- ১২৬৫ নম্বর পেয়েছেন বাঘা উপজেলার ঋতু বাঘায় এক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শিক্ষককে মারপিট করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ ১৯ জুলাই  সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে ভোলাহাটে জামায়াতের বর্ণাঢ্য রেলী বদরগঞ্জে পাটোয়া কামড়ি বিল ও ভাড়ারদহ বিল  পরিদর্শণ করলেন দুই উপদেষ্টা    এতিম কুলসুম  শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলো আবারও রাজশাহীর শ্রেষ্ঠ ওসি হলেন গোদাগাড়ী থানার রুহুল আমিন, চতুর্থবারের মতো সম্মাননা লাভ

বাঘায় তুচ্ছ ঘটনার জেরে বাড়িতে হামলা,ভাংচুরের অভিযোগে ৩৫ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহী বাঘার গৌরাঙ্গপুর গ্রামের বাসিন্দা ও একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাদি হয়ে ৩৫ জনের বিরুদ্ধে বাড়ি ঘরে হামলা,ভাংচুর,মারপিট করে নগদ টাকা ও সোনার গহনা চুরির অভিযোগে রাজশাহীর বিজ্ঞ আদালতে মামলা করেছেন। মামলার বাদি উপজেলার গৌরাঙ্গপুরের বাসিন্দা মৃত ফয়েজ উদ্দীনের ছেলে।

মামলায় তিনি অভিযোগ করেছেন, আসামীগণ দল ভুক্ত মাদক কারবারী, ইমু হ্যাকার, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান প্রকৃতির লোক। গত শনিবার ( ১৬/১১/২০২৪ ইং) বিকাল সাড়ে ৪টায় পূর্ব শত্রুতার জের ধরে-দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাসুয়া, বাঁশের লাঠি, লোহার রড,হাতুড়ি নিয়ে বাদির বাড়ীর সামনে দলবদ্ধ হয়ে হাজির হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাদের গালাগালি করতে নিষেধ করলে আসামী উজ্জল ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবি করে। তাকে চাঁদা দিতে অস্বীকার করলে আসামী মশগুল হুকুম দেয়, “শালা চাঁদা দিবে না ওর বাড়ী ঘর লুট করে। এই হুকুম পাওয়ার সাথে সাথে আসামী শুকচান, শামীম হাতুড়ী দিয়ে বাদির ১,১৫,০০০/- (এক লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের একটি ১০০ সিসি লাল রংয়ের হিরো হোন্ডা ভেঙ্গে তছনছ করে এবং দরজার তালা ভেঙ্গে দলবলসহ বাড়ীর ঘরের মধ্যে প্রবেশ করে।

আসামী শরিফ ও মনি ঘরের মধ্যে থাকা প্রাইমারি স্কুলের কাজে ব্যবহৃত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যেও ল্যাপটপ ভাংচুর করে। আসামী মিলটন বাদীর আম বাগান বিক্রয়ের ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা শো-কেশের ড্রয়ার হইতে চুরি করে নেয় এবং আসামী ঝন্টু ওয়ার ড্রপের মধ্যে থেকে ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা মূল্যের ৪ (চার) ভরি স্বর্ণের গহণা চুরি করে। আসামী মুন্না ও জুয়েল জমির দলিলপত্র এবং স্কুলের যাবতীয় কাগজপত্র  আগুনে পুড়িয়া দেয়। তাদের বাধা প্রদান করিলে আসামী শুকচান, শামীম, শরিফ, রব্বেল বাড়ীর মূল গেট ভেঙ্গে বাড়ীর ভেতরে ঢুকে আমাকে এলোপাথাড়ী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা, কালশিরা জখম করে। চিৎকারে ্বংএলাকাবাসি এগিয়ে এসে বাদিকে উদ্ধারের চেষ্টা করে। ওই সময় আসামীগণ ৩নং সাক্ষীর ভাই রবিউলের বাড়ী ভাংচুর করে এবং আসামী মনি, ময়েন, সাহেব, ফরহাদ তার বাড়ীতেও প্রবেশ করে তার আলমারীর ড্রয়ার হইতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং সেলিম ও ফয়সাল ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ১ (এক) ভরি স্বর্ণালংকার চুরি করে নেয় ।

এছাড়াও আসামীরা জামাত আলী ও আমিরুলের বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা ক্ষতি সাধন করে। আসামী রাসেল, রমজান, রানা ডাবলু, সেলিম, উজির, ময়েন, কাসার থালা বাসন নিয়ে যায়। অন্যান্য আসামীগণ দরজা, জানালা, টিভি, ফ্রীজ ভাংচুর করে প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে ।

মামলার ১ নং সাক্ষী বাদীর স্ত্রী বাধা দিলে আসামী ফারুক তাহার গলা চেপে ধরে ধরিয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। অন্যান্য সাক্ষীসহ এলাকার লোকজন এগিয়ে আসলে আসামীগণ তান্ডব চালিয়ে হত্যার হুমকি দিয়া চলে যায়। থানায় মামলা করতে না পেরে ঘটনার দুইদিন পর ৩৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। (মামলা নং সি আর-৪৭৫)। আসামীগন উপজেলার গৌরাঙ্গপুর ও পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। যোগাযোগ করেও আসামীগনের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় বিএনপি নেতা সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান,ছেলেদের মধ্যেকার ছোট একটি বিষয় নিয়ে বড় আকার ধারন করেছে। বাঘা থানার ওসি আবু সিদ্দিক জানান,দুই পক্ষে দুইটা মামলা হয়েছে।।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট