# মো. ইব্রাহিম খন্দকার কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে শনিবার সকালে বিভিন্ন সমবায় সংগঠনের সমবায়ীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজী টুলু।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. ইউসুফ হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, তুমলিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি রিংকু গমেজ, সমবায়ী প্রেমানন্দ কর, সাংবাদিক ওমর আলী মোল্লা প্রমূখ।
এ সময় কালীগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী, পনির খন্দকার, শাহ্ নেওয়াজ, বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন সমবায় সংগঠনের সমবায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. ইমাম রাজি টুলুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#