# মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: রাজশাহীর তানোরে পাড়িশো-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণ সামগ্রী চুরি করেছেন বিদ্যালয়ের নৈশপ্রহরী বলে অভিযোগ উঠেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকার অভিভাক ও শিক্ষার্থীদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি পাড়িশো-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ২৪ বস্তা সিমেন্ট ও রড চুরি করেন ওই স্কুলেরই নৈশপ্রহরী সুমন। এদিকে রহস্যজনক কারণে চুরির ঘটনা ইউএনও, থানা পুলিশ বা শিক্ষা অফিসকে অবগত না করে নৈশপ্রহরী সুমনকে মারপিট করে ঘটনা ধামা চাঁপা দিয়েছেন প্রধান শিক্ষক বকুল।
স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের মদদে নির্মাণ সামগ্রী চুরি করেছে নৈশপ্রহরী। যে কারণে সরকারি স্কুল থেকে চুরি হলেও বিষয়টি গোপণ করেছে প্রধান শিক্ষক। এতে প্রধান শিক্ষক ও নৈশ প্রহরীর শাস্তির দাবি তুলেছে অভিভাবক মহল। সরেজমিন গত ২৯ আগষ্ট বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, পারিশো-দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের কাজ করছেন মিস্ত্রী ও শ্রমিকরা। স্কুলের পূর্ব দিকে ক্লাস ও অফিস রুম। পশ্চিমে রয়েছে ক্লাস রুম। উত্তর দিকে নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। অফিসের বারান্দায় নৈশপ্রহরী সুমনের সঙ্গে কথা হয়। সে প্রথমে চুরির ঘটনা অস্বীকার করে। পরে সুমন ২৪ বস্তা সিমেন্ট চুরির কথা শিকার করে বলেন দোকানে বিক্রির সময় দোকাদার বুঝতে পারে। তখন তিনি সিমেন্ট গুলো ফেরত দেন।
এছাড়াও আপনি না কি রড চুরি করেছেন জানতে চাইলে তিনি জানান না শুধু সিমেন চুরি করেছিলাম। এসময় শিক্ষকরা রুমেই বসে ছিলেন। এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বকুলের জানান, কোন চুরি হয়নি। চোর শিকার করছে আর আপনি বলছেন হয়নি প্রশ্ন করা হলে সে অফিস রুমে গিয়ে বসে পড়েন, আর কোন কথা বলেননি।
এদিকে শ্রমিকেরা জানান, রড চুরি করেছে কি না জানা নাই। তবে ২৪ বস্তা সিমেন্ট চুরি করেছিল। সিসি ক্যামেরায় নৈশপ্রহরী সুমনের সিমেন্ট চুরির ঘটনা ধরা পড়ে তাকে প্রধান শিক্ষকের নেতৃত্বে কয়েক দফা গণ-পিটুনি দিয়েছে।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতিদায়িত্ব) ফেরদৌসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবহিত না। খোঁজ খবর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, চুরি হওয়ার পর কেনো প্রধান শিক্ষক জানায়নি সে বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#