শাহাদাৎ হোসেন খোকন/ সুমা,গাইবান্ধা থেকে………………………
গাইবান্ধা প্রতিনিধি: রংপুর শ্যামপুর চিনিকল সীমাহীন দুর্নীতি অনিয়ম অভিযোগ উঠেছে। ইনচার্জ মাসুদ সাদিক নিয়মিত অফিসে আসেননা , অফিস না করে বেতন ১ লাখ ৪০ হাঁজার টাকা প্রতি মাসে উত্তোলন করেন।
রংপুর শ্যামপুর গরু ছাগল বেঁধে রাখা হয় মদখোরদের নিরাপদ আস্তানাায় পরিনত হয়েছে। এছাড়া এলাকার ছেলেরা চিনিকল মাঠ চত্বকে ফুটবল খেলার মাঠ বানিয়ে ফেলেছে। সুফিয়ান সেক্টারি ক্ষমতাথ অপব্যবহার দাপটে চলছে। তিনি নিয়মিত অফিসে আসেননা সঠিক সময়ে অফিস না করেও প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন নেয়। গ্যারেজের সুপার ভাইজার জাহাঙ্গীর আলম সঠিক সময়ে অফিস করেননা, অফিসে না এসেও ৩৫ হাজার টাকা বেতন নেয় । তিনি নানা প্রজেক্ট দেখিয়ে টাকা তুলে নেয়।
এব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার, জেলা প্রশাসক রংপুর বিভাগীয় কমিশনার রংপুর, স্বরাষ্ট্রমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রাণালয়, মহামান্য রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় অভিযোগ করা হয়েছে। প্রধানগ্যারেজের সুপারভাইজার জাহাঙ্গীর আলম চাকরিচ্যুতির করে শাস্তি মূলক ব্যাবস্থা নেওয়া দরকার সুফিয়ান সেক্টারী মাসুদ সাদিক বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে এলাকাবাসি দাবি জানিয়েছেন।#