শিবগঞ্জে বিভিন্ন বাজারে গোপালভোগ গাছপাকা আম প্রতি কেজি ৮০ টাকা
-
প্রকাশের সময় :
শনিবার, ২১ মে, ২০২২
-
২০০
বার এই সংবাদটি পড়া হয়েছে
# আরাফাত হোসেন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে…………………….
শিবগঞ্জ উপজেলা বাজার সহ কানসাট বাজারে এসেছে গাছ পাকা গোপালভোগ আম। প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি করছেন, তবে রাজশাহীর বাগানে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শনিবার (২১মে) বিকেলে বাজারে রায়হান ইসলামের ফলের দোকানে এ পাকা আমের দেখা মেলে এরকম দৃশ্য।
রায়হান নামে এক ব্যবসায়ী জানান, সকালে শিবগঞ্জ শাহাবাজপুরে তেলকুপি বিশ্বাসটোলা একটি বাগানে আম গাছ থেকে নামানো হয়েছে। ওই বাগানের মালিক মোঃ শামীম হোসেন ও মোঃ সিফাত আলি বাজারে আমগুলো পাইকারি ৬২ টাকা কেজিতে বিক্রি করলো। এখন আমরা বিক্রি করছি ৮০ টাকা কেজি দরে। তিনি আরও বলেন, এ বাজারে জেলার প্রথম পাকা আম বাজারে নেমেছে। এখন প্রায় সব গুটি জাতের আম গাছগুলোতে পাকা আম দেখা দিয়েছে।
এ মাসের শেষের দিক থেকে বাজারে প্রায় সব ধরণের পাকা আম পাওয়া যাবে। গতরাতে শিবগঞ্জ উপজেলায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাতও হয়েছে। আমের আকার-আকৃতি বড় আর বোটা শক্ত হওয়ায় ঝড়ে আম কিছুটা কম পড়েছে।ঝড়ে পড়া আম রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ বাজারে ফজলি, গুটি, লক্ষণভোগ আম বিক্রি করছে আম ব্যবসাযীরা। #
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ