# বিশেষ প্রতিনিধি……………………………………………….
রাজশাহীর বাঘায় দখলে রাখা ঘর ছেড়ে দিতে বলায় মারপিটে একপক্ষের ৪জনসহ মোট ৫জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘা পৌরসভার উত্তর মিলিকবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মজিবর রহমান জায়গা জমিসহ দুই স্ত্রী,৫ছেলে ও ১ মেয়ে রেখে বছরখানেক আগে মারা যান। পরে স্ত্রী ও ছেলে মেয়েদের মধ্যে মজিবর রহমানের রেখে যাওয়া বসতবাড়ির জায়গা জমিসহ ভাগ বানোটায়ারা হয়। দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমের অংশে বসত ভিটার ২কাঠা জমি পান। সেই জমিতে প্রথম পক্ষের স্ত্রী সুফিয়ার বেগমের ছেলে শফিকুল ইসলামের একটি ঘর পড়ে। সেই ঘর ছেড়ে দিতে বলায় কথাকাটাকাটির এক পর্যায়ে, উত্তেজিত শফিকুল ইসলাম বাঁশের লাঠি দিয়ে আলেয়া বেগমকে মারপিট করতে থাকে। এনিয়ে প্রতিবাদ করেন প্রথম পক্ষের অপর ছেলে তসিকুল ইসলাম। পরে তাকেও মারপিট করতে থাকেন শফিকুল ইসলাম। তাদের উদ্ধার করতে গিয়ে মারপিটে আহত হন তসিকুল ইসলামের স্ত্রী শিউলি বেগম ও আলেয়া বেগমের ছেলে আশিক হাসান। এসময় শফিকুল ইসলাম নিজেও আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। #