চন্দনমিত্র………………….
দিনাজপুরে ট্রেনের টিকিট কালোবাজারি ও নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মুল্যে টিকিট বিক্রয়ের অপরাধে একজনকে ২০হাজার টাকা অর্থদন্ড করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক।ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে এরশাদ আলী নামক এক ব্যাক্তির দায়ের কৃত অভিযোগের ভিত্তিতে১৯ জুলাই দুপুর ১২টা ৩০মিনিটে দিনাজপুর রেলওয়ে ষ্টেশন চত্তরে টিকিট কাউন্টারের সম্মুখে অবস্থিত ওয়ে ফাষ্ট ফুড নামক একটি ডিপার্টমেন্টাল ষ্টোরে অভিযান চালায়।
এসময় দোকানের স্বত্তাধিকারী মোঃ রাশেদুল ইসলামের বিরুদ্ধে উপরোক্ত ব্যক্তির দায়েরকৃত অভিযোগে উল্লেখিত টিকিট কালোবাজারি ও নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মূল্যে টিকিট বিক্রির সত্যতা প্রমানিত হওয়ায় তাকে ২০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময় র্যাবের কর্মকর্তাসহ সদস্যরাও উপস্থিত ছিলেন।কিন্তু টিকিট কালোবাজারীদের সিন্ডিকেট এতটাই যে জেল জরিমানা করেও বন্ধ হচ্ছে না কালোবাজারে অধিক মুল্যে টিকিট বিক্রি।তবে ঈদ করতে বাড়িতে আসা অনেকেই টিকিট না পাওয়ায় বা কালোবাজারে নির্ধারিত মুল্যের চেয়ে অধিকমুল্যে টিকিট ক্রয় করতে পারেনি বলে এখনো কর্মস্থলে যেতে পারেনি।তবে দু ’একজনকে জরিমানা করে টিকিট কালোবাজারী বন্ধ করা যাবে না।যারা এই সিন্ডিকেটের মুলহোতা তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি দিলেই টিকিট কালোবাজারি কিছুটা রোধ করা সম্বব বলে মনে করেন গন্তব্যস্থলে পৌঁছানোর প্রতীক্ষায় থাকা ভুক্তভোগী অনেকেই।#