1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
মোহনপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন, প্রতিবন্ধীদের চেক বিতরণ করেন জেলা প্রশাসক নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২৬ মাস আগে মেয়াদোত্তীর্ণ  ফ্যাসিস্ট সরকারের সমর্থিত কমিটি ভেঙে নতুন নেতৃত্বের দাবি   আত্রাইয়ে কেমিস্টস্ এন্ড ড্র্যাগিস্টস্ সমিতি ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ক সচেতনতামূলক সভা আত্রাইয়ে ইউএনও এর পরিকল্পনাই ও তত্ত্বাবধানে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশের মানচিত্র স্থাপন টেকনাফে প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা করল রোহিঙ্গা সাতক্ষীরায় মাদকসহ প্রায় ১৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ শ্যামনগরে কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির বার্ষিক সম্মেলন খুলনায় আ’লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কেসিসির লাইসেন্স অফিসার গ্রেফতার তাহেরপুরে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে বাধা দেওয়ায় যুবকের উপর হামলা মোহনপুর সইপাড়াতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

আসাদ ভাইয়ের মত নেতা উপজেলা চেয়ারম্যান হলে আমাদের কোন সমস্যা থাকবে না চেয়ারম্যান জাহিদ সরকার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদী…………………………..

আজ ১১/২/২০২৪ ইং রবিবার বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বাঘাব ইউনিয়নে খৈনকুট উচ্চবিদ্যালয় ৪৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , খৈনকুট উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও বাঘাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ সরকার।

তিনি বলেন, সৈয়দ আলহাজ্ব আসাদুজ্জামান আসাদ ভাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের নিকট দোয়া চেয়েছেন, আশাদ ভাইয়ের মত নেতা শিবপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে, আমাদের কোন সমস্যা থাকবে না আমি আসাদ ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া চাই। ,আমি আসাদ ভাইয়ের সাথে আছি আপনারাও আমার সাথে থাকবেন ইন্সাআল্লাহ।

তিনি বলেন, আমি খৈনকুট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হবো তা স্বপ্নেও দেখিনি। এ বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবকরা আমাকে জোরপূর্বক কমিটির সভাপতি বানিয়েছেন। বিগত ২০-৩০ বছর ধরে অনেক দুর্নীতি হয়েছে লেখাপড়ার মান অনেক নিম্নে চলে গেছে শুধু খৈনকুট উচ্চ বিদ্যালয়ের নয় , বাঘাব ইউনিয়নের প্রতিটি উচ্চ বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো করতে হবে লেখাপড়ার জন্য যত রকম সহযোগিতা লাগে আমি করব ইনশাআল্লাহ।

চেয়ারম্যান বলেনম আমি লেখাপড়া করতে পারিনি।আমি চাই বাঘাব ইউনিয়ন শিক্ষিত হিসেবে পরিচিতি লাভ করুক । বিদ্যালয়ের কোন দুর্নীতিবাজ প্রবেশ করতে পারবে না এটা আমি প্রমাণ করে ছাড়বো।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব সৈয়দ আসাদুজ্জামান আসাদ।আসাদ বলেন,  বলেন আজকের এই অনুষ্ঠানটি ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ছিল কিন্তু এই অনুষ্ঠান একটি উৎসবমুখর অনুষ্ঠানে পরিণত হয়েছে।

এ অনুষ্ঠানটি শুধু বিনোদন মনে করলে হবে না অনুষ্ঠানটি উপভোগ করার সাথে সাথে ,মনে রাখতে হবে যে এটা জায়েদ সরকারের অবদান। পাশাপাশি মনে রাখতে হবে আপনার সন্তানরা এ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, জননেত্রী শেখ হাসিনা এ দেশকে মধ্যময় দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো অবস্থায় নিয়েছেন ,আজকের যে শিক্ষার্থীরা বর্তমান রয়েছে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ ।

আজকের শিক্ষার্থীরা দেশ পরিচালনা কিভাবে করিবে সেই পরিকল্পনা রয়েছে ,আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে অবদান রাখতে পারেন আমার মা বোনেরা। আপনাদের খেয়াল রাখতে হবে আপনার সন্তানেরা ভালো পথে চলেনা খারাপ পথে চলে তাদের প্রতি খেয়াল রেখে আপনার সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে একদিন সু প্রতিষ্ঠিত হবে ।

আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, জেলা আওয়ামী লীগ কার্যকরী পরিষদের সদস্য ও শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আসাদুজ্জামান আসাদ।

শিবপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক খান, সাবেক জেলা পরিষদ সদস্য নাজমুর রহমান, এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট