1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ:

সংসদে উত্থাপিত ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ পাস করার দাবীতে বগুড়ায় ‘দলিত সমাবেশ

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক………………………………………………………………………..

সংসদে উত্থাপিত বৈষম্য বিরোধী বিল – ২০২২ পাশ করার দাবিতে বগুড়ায় দলিত সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারী, ২০২৪ (সোমবার), সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ‘দলিত সমাবেশ-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম রেজাউল করিম তানসেন, এমপি।

সভাপতিত্ব করেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সভাপতি বিভূতোষ রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উত্তম কুমার ভক্ত। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া এর উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া এর সহকারী পরিচালক মোঃ আবু হানিফ মিয়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া এর সহকারী পরিচালক মোঃ আতিকুর রহমান, নাগরিক উদ্যোগ এর প্রকল্প সমন্বয়কারী এবিএম আনিসুজ্জামান, সরকারী মজিবর রহমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আলী, দৈনিক করতোয়া’র বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বাংলাদেশ মহিলা পরিষদ, বগুড়া জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নাসিদ নিগার খন্দকার ক্বেকা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও স্বপ্ন এর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান।

দলিত প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অনিল রবিদাস, কেন্দ্রীয় কমিটির ছাত্র-যুব বিষয়ক সম্পাদক ও নীলফামারী জেলা শাখার সভাপতি শাওন ভুইমালী, বগুড়া জেলা শাখার সভাপতি হান্নান রবিদাস (সাধন), রাজশাহী জেলা শাখার সহ সভাপতি ঝর্ণা রানী দাস, পাবনা জেলা শাখার সভাপতি আনন্দ রবিদাস, নাটোর জেলা শাখার সদস্য শ্রীকান্ত রবিদাস, জয়পুরহাট জেলা শাখার আহবায়ক মনু হরিজন, নওগাঁ জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক সীমা রানী দাস প্রমুখ।

বক্তাগণ বলেন, সারা বাংলাদেশের ন্যায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় দলিত জনগোষ্ঠী সমাজে চরম অস্পৃশ্যতার শিকার। অঞ্চলভেদে এই অস্পৃশ্যতার কিছুটা তারতম্য থাকলেও কঠিন এবং কঠোর প্রতিবন্ধকতার মধ্যে দলিতদের জীবনযাপন করতে হয়। জেলা ও উপজেলা প্রতিনিধি কর্তৃক উত্থাপিত অঞ্চলভিত্তিক বৈষম্যের চিত্রগুলো হলো: হোটেল-রেস্তোরাঁয় প্রবেশে বাঁধা, শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য, চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য, ব্যবসা বাণিজ্যে বৈষম্য, সেলুনে সেবা গ্রহনে বৈষম্য, কর্মসংস্থানে বৈষম্য, বাসা ভাড়া করার ক্ষেত্রে বৈষম্য, মৃত দেহ সৎকারে বৈষম্য, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে বৈষম্য, ধর্মীয় অনুষ্ঠানাদিতে এড়িয়ে চলা, জাত তুলে কটাক্ষ করা, প্রতিনিধিত্ব না থাকা, প্রভাবশালী কর্তৃক ভূমি বেদখল ইত্যাদি।

সমাবেশের মূল প্রবন্ধে বলা হয়: বাংলাদেশের চলমান উন্নয়ন নীতিতে দেশের বহু ক্ষেত্রে সন্তোষজনক সাফল্য অর্জিত হলেও দুর্ভাগ্যজনকভাবে দলিত ও অপরাপর প্রান্তিক জনগোষ্ঠীসমূহ এসবের অংশীদার হতে পারেনি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সহায়ক হিসেবে কাজ করা। যেসব ক্ষেত্রে তারা দৃষ্টি দিতে সক্ষম হয়নি তা সরকারের সামনে তুলে ধরে এমডিজির মতো এসডিজি বাস্তবায়নেও পৃথিবীতে উদহারণ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া। তবে এক্ষেত্রে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মতো বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে বাদ দিয়ে তা সম্ভব নয়। তাই আমরা আশা করছি ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’- এসডিজির এই মূল মন্ত্রকে ধারণ করে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে যে যে ক্ষেত্রে সরকারের লক্ষ্য থেকে দলিত জনগোষ্ঠী বাদ পড়ে গেছে তা মোকাবেলা করে বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করা।

সমাবেশে বক্তাগণ আরও বলেন, মহান জাতীয় সংসদে সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব সময়ের দাবী। একইসাথে আগামী সংসদ অধিবেশনে প্রস্তাবিত ‘বৈষম্য বিরোধী আইন-২০২২’ পাস করতে হবে। সে লক্ষ্যে সকল দলিত সংগঠন, মানবাধিকার ও নাগরিক সংগঠনের পাশাপাশি সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম রেজাউল করিম তানসেন, এমপি বলেন, “সমাজের দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ে আমি সর্বদাই স্বোচ্চার ছিলাম, আছি ও থাকবো। চলতি সংসদেই আমি ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ পাসের জন্য আমার দিক থেকে জোর দাবী জানাবো।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট