মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি………………………….
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৮ গাজীপুর ০৫ নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান এমপি আজ সকাল ১১:৩০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । জাতির পিতার পরিবার সহ শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।
এ সময় মুনাজাত পরিচলনা করেন জামালপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও জামালপুর ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মাহবুবুর রহমান ফারুক (মাষ্টার)।উল্লেখ থাকে যে গত ৭ই জানুয়ারী রোজ রবিবার সংসদ নির্বাচনে গাজীপুর ০৫ থেকে নির্বাচনে তিনি জয়লাভ করেন, আখতারউজ্জামান, নির্বাচনের পর শপথ গ্রহন করেন। তিনি, শপথ করার পর আজ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান,১৫ আগষ্ট নিহত তার পরিবারের সকল সদস্য ও জাতীয় চার নেতা সহ শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আখতারউজ্জামান, এমপি।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফী মেহেদী হাসান ,কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া, গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক তসলিমা রহমান (লাভলী),তুমুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুবকর মিয়া, বক্তাপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ (ফারুক), নাগরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সিরাজ মোড়ল, কালীগঞ্জে পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন,কালীগঞ্জ পৌর সাবেক ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আহমেদুল কবির ( আবু খাঁন),সাধারণত সম্পাদক সাহালম দেওয়ান,কালীগন্জ পৌর ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো : বাদল হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ ইব্রাহিম খন্দকার, কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য নির্বাহী সদস্য মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: লোকমান হোসেন (পনির), দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল হক শিশির, কালীগঞ্জ পৌর জাতীয় শ্রমিকলীগের কার্য নির্বাহী সদস্য মু. শফিকুল (কবীর), কালীগঞ্জ পৌর ছাত্র লীগের সাবেক সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক শাহিকুল ইসলাম ( মাসুদ), সাবেক ছাত্র নেতা প্রবীর সহ কালীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বনানী কবরস্থানে ১ : ৪৫ মিনিটের সময় জাতীয় চার নেতা সহ শহীদ ময়েজউদ্দিন আহমেদ এর কবরে পুষ্পস্তবক অর্পন করেন, এবং সকল শহীদের মাখফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।#