উৎপল ঘোষ,যশোর থেকে……………………………..
যশোর অভয়নগর উপজেলায় কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে খরিপ -২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনার কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামুল্যে আমন ধান বীজ ও সার বিতরণের শুভ উদ্ভোধন আয়োজন করা হয়েছে।
আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রূমে অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর ও অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম ওসমান।
এ সময় উপজেলা চেয়ারম্যান ধান ব্রি-৭৫,ধান ব্রি-৮৭ ও বিনা -১৭। এ সময় ৪৫০ জন চাষিকে সার ও বীজ বিতরণ করেন। প্রত্যেক চাষিকে ০৫ কেজি বীজ,ডিএপি ১০কেজি এবং এমওপি ১০ কেজি করে বিতরণ করেন।স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম শামীম ওসমান।উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানি বলেন,স্বল্প মেয়াদী আধুনিক উফশি জাতের রোপা আমন ধানের বীজ বিতরণ করা হচ্ছে এই কারণে এই ধান কর্তন পর সরিষা, সুর্যমুখী ও অন্যান্য তৈল জাতীয় ফসল উৎপাদন করে তৈল উৎপাদন বৃদ্ধি করা।তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন,চারার বয়স ২৫ দিনে ৫ পাতা হলেই রোপন করলে আশানুপ উৎপাদন পাওয়া যাবে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কে এম শামীম ওসমান প্রমুখ।#