বিশেষ প্রতিনিধি………………………………………………………….
রাজশাহীর বাঘায় জীপ- উলকার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। এদের একজন রাজশাহী চিনিকল(রাচিক)’র সিপিও নজরুল ইসলাম অপরজন ব্যাটারি চালিত উলকার চালক মাসুম আলী। তাদের উপজেলা স্বাস্থ্য্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার খায়েরহাট পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর দিয়ে যাতায়াতের সড়ক হয়ে উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার সময় রাজশাহী চিনিকলের জীপ গাড়ীর সাথে অপর দিক থেকে আসা উলকা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাচিকের জীপ গাড়ীর ও উলকার গাড়ীর সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়। আহত উলকার চালক মাসুম আলী পুঠিয়ার বাসিন্দা।
তিনি বলেন,যাত্রী নামিয়ে খায়েরহাট থেকে ফেরার পথে মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন ও গাড়রি সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙে যায়।
রাচিকের জীপ গাড়ির চালক মোবারক হোসেন জানান, তার গাড়ীতে ছিলেন রাচিকের দুই কর্মকর্তা। তাদের নিয়ে আখ ক্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। মুখোমুখি সংঘর্ষে জীপ গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং জীপ গাড়ীতে থাকা রাচিকের সিপিও নজরুল ইসলাম আহত হন। তিনিসহ জীপ গাড়ীতে থাকা আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে যান। বিষয়টি নিয়ে তারা কেউ অভিযোগ করেননি।#