# বিশেষ প্রতিনিধি…………………………………………………………………….
সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই- দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও পিচ ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)’র আয়োজন নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক দায়িত্ব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) গ্রীণ ভ্যালি পার্কে এর আয়োজন করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকক ও পিচ ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)’র সদস্যগণ। দি হাঙ্গার প্রজেক্টের রাজশাহী জেলা সমন্বয়ক নাজমুল হুদা মিনা, বক্তব্যকালে বলেন, ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র শুরু হয়েছিল। ২০১৮ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত নির্বাচনী সহিংসতায় নিহত ও আহতদের চিত্র তুলে ধরে বলেন, প্রতিটি সংসদ নির্বাচনেই কোনো না কোনো ধরণের সহিংসতার বিষয়ে আমাদের অনেকেরই জানা আছে। সংঘাতে কেউ প্রাণ হারায়, কেউ পঙ্গুত্ব জীবন যাপন করেন। ভোটারদের মধ্যেও ভীতি সঞ্চার হয়। যা আমাদের কাম্য নয়। এসব থেকে বেরিয়ে এসে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করতে হবে।
অন্যান্য বক্তারা বক্তব্যকালে নিজেদের মতামত প্রকাশ করে সুপারিশ মূলক দিক নির্দেশানাও দিয়েছেন। বাঘা উপজেলা সমন্বয়ক উত্তম কুমারের পরিচালনায় অন্যান্যও মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ডিএম বাবুল মনোয়ার, রবিউল ইসলাম রবি, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা,ওয়াকার্স পাটির জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ফরজ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জয়জয়ন্তী সরকার মালতী, জেলা মহিলা যুব লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহা, বিএনপি নেতা তফিকুল ইসলাম তফি, বাবুল ইসলাম, আমিরুল ইসলাম, ফজলুর রহমান, এনজিও কর্মী আবু বাক্কার সিদ্দিক,জাতীয় পার্টির নেতা খন্দকার পলাশ আহমেদ প্রমুখ। #