আশরাফুল ইসলাম ফরাশী, বাগমারা……………………………………………..
রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষের হামলায় অহির উদ্দীন (৪৫) নামের এক ব্যাটারী চালিত অটোভ্যান চালককে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহত অহির উদ্দীনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ওই ঘটনায় আহত অহির উদ্দীন ১০ জনকে আসামী করে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
হামলাকারীরা হলেন, মাদারীগঞ্জ গ্রামের, আবির হোসেন, জিলানী, আবুল হোসেন, রাকিব হোসেন, আশরাফ আলী, ইকবাল হোসেন, রাজু, সাজু, মিজান সাইদ হোসেন।
বাগমারা থানার অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় মাস খানেক পূর্বে উপজেলার গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ এলাকার আবুল হোসেনের ছেলে আবির হোসেন ও আব্দুল মালেকের ছেলে জিলানী স্কুল চলাকালীন সময়ে চাঁন্দের আড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে ঘোরাফিরা করছিল। এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী অহির উদ্দীনের ছেলে মানিক ও বাদশা তাদের বিদ্যালয়ের পার্শ্বে ঘোরাফিরা করতে নিষেধ করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বাকবিতান্ডার সৃষ্টি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আবির হোসেন ও জিলানী পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। ও্ই ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় মিমাংসার জন্য মাদারীগঞ্জ বাজারে বসেন। উপরোক্ত বিবাদীগন আপোষ মিমাংসা না করে সেখান থেকে চলে যান।
ওহির উদ্দিন বলেন রাত সাড়ে ৯টার দিকে মাদারীগঞ্জ বাজার থেকে বাড়ি যাওয়ার সময় আসামীরা সংঘবদ্ধ হয়ে আমার উপর হামলা চালিয়ে রক্তাক্ত ও জখম করে।
স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
আহত অহির উদ্দীনের অভিযোগ, হামলাকারীরা অধিকাংশই মাদক সেবী। তারা মাদক সেবন ও মাদক ব্যবসার সাথে জড়িত। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগগত ব্যবস্থা নেয়া একান্ত দরকার। তিনি অবিলম্বে তদন্ত করে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি অরবিন্দু সরকার অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন তদন্তের জন্য থানার একজন উপ-পরিদর্শককে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলেই অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#