1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলাহাটে নির্যাতিত এক নারী! ঘুরছে দ্বারে দ্বারে! পাচ্ছে না ন্যায্য বিচার! ৩৬ বিসিএস (পুলিশ) সার্ভিস এসোসিয়েশন আহ্বায়ক এসি এইচ.এম শফিকুর রহমান ও সদস্য সচিব এসি মো: রুবেল হক নির্বাচিত বদরগঞ্জে এসডিজি ৫ ও ১৬ বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  ঠাকুরগাঁও’র বালিয়াডাঙ্গীতে বিতর্কিত চরিত্রের ব্যক্তির হাতে হেফাজতের নেতৃত্ব: জনমনে উদ্বেগ রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার অনিন্দ্য ও তার দুই সহযোগী পাঁচদিনের রিমান্ডে নওগাঁর আত্রাইয়ে বিপৎসীমার ওপরে  নদীর পানি প্রবাহিত হচ্ছে রাজশাহীতে তায়কোয়ানদো উচ্চতর প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ এর শুভ উদ্বোধন রূপগঞ্জের স্বাধীনতা চত্বরে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ী মাসুদ রানার ব্যাংকের চেক ছিনতাইয়ের অভিযোগ রাজশাহীতে র‌্যাব ৫ ও র‌্যাব ১০ এর যৌথ অভিযানে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি কৃষকলীগ নেতা  আরিফের কুকীর্তি!

বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বর্হিঃবিশে^র কোন চাপ নেই: মো. আলমগীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

এসএন ডেস্ক : বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বর্হিঃবিশে^র কোন চাপ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা দলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্যএকজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহবান করা হচ্ছে। এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান জানিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ও আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনী রয়েছে তাদের সাথে মতবিনিমিয় হচ্ছে।

সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।’
আজ মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের সাথে মতবিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি বলেন, আচরনবিধিমালা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েত ছিল, সেহেতু এবারের সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নির্বাচনে বিদেশী কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবে, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশীরা নির্বাচন দেখতে আসবে না, এমন কথা কেউ এখনো বলেনি।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবি’র মেজর আবরার, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুলসহ ৫টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রির্টানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#সূত্র: বাসস

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট