1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি:নিম্নাঞ্চল প্লাবিত রাজশাহীর চরাঞ্চলের পানিবন্দী দুই শ’পরিবার পেলো চাল গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন পঞ্চমবারের মতো জেলার সেরা অফিসার ইনচার্জ চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এবং ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে আর্ট এবং কুইজ প্রতিযোগিতা রাজশাহীতে হিমাগারে অস্ত্রের মুখে ডাকাতি সিআইডির অভিযানে দুই ডাকাত সদস্য গ্রেপ্তার শিবগঞ্জে শ্যামপুর ইউনিয়নের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ইউএনও’র স্পট দূর্গাপুরঃ জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার করল র‌্যাব-৫ আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশন এর শিক্ষক-শিক্ষিকাদের মাসিক ক্লাস্টার ট্রেনিং অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে ২১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পোষ্ট অফিসে  অনিয়মের অভিযোগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দিক নির্দেশনায় বাঘা-চারঘাটে অবরোধ বিরোধী মিছিল

  • প্রকাশের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# বিশেষ প্রতিনিধি ………………………………………………………………

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার (০৬-১১-২০২৩) বাঘা-চারঘাটে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় কাভার্ড-পিকআপ ভ্যান ছাড়াও ৪ হাজারের বেশি মোটসসাইকেল নিয়ে দুটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, সৈনিক লীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে নের্তৃত্ব দেন, বাঘা উপজেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, চারঘাট পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এরামুল হক।

শোভাযাত্রা শেষে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশে বক্তব্য দেন নের্তৃবৃন্দ। বক্তব্যকালে চারঘাট উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বিএনপি-জামায়াতের অবরোধে জনগণের সাড়া নেই। আমরা আ’লীগের আদর্শের রাজনীতি করি। বিএনপি-জামায়াত যেন কোনো নৈরাজ্য করতে না পারে, সেজন্য আমরা রাস্তায় আছি, আগামীতেও থাকবো।

বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিক নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে সজাগ রয়েছি, আগামীতেও থাকবো। বিএনপি-জামায়াত অবরোধ-হরতালের নামে বিক্ষিপ্তভাবে কোথাও যেন নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।

বিএনপি-জামায়াতের উদ্দেশ্য তিনি বলেন, চোরাগোপ্তা হামলা করে জনগণের সম্পদ নষ্ট করে আপনাদের কোনো লাভ হবেনা। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেই নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শাহরিয়ার আলমকে আবার নির্বাচিত করে আওয়ামীলীগের বিজয় সুনিশ্চিত করবো।

অবরোধ বিরোধী মিছিল-সমাবেশে অন্যান্যর মধ্যে অংশ নেন, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মাসুদ রানা তিলু, ওয়াহেদ সাদিক কবির, শহীদুজ্জামান শাহীদ, আবদুল কুদ্দুস, মামুন হোসেন, জিল্লুর রহমান, এনামুল হক, আবুদল মতিন, রিবন আহম্মেদ বাপ্পি, জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, আবদুর রহমান, নয়ন সরকার, আনোয়ার হোসেন মিল্টন, আজিজুল আযম, মুজিবুর রহমান, ফজলুর রহমান, যুবলীগ নেতা কামরুজ্জামান নিপন, শাহিনুর রহমান পিন্টু, তসিকুল ইসলাম, শাহিন আলম, সেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হোসেন, ফকরুল হোসেন বিপ্লব, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহাগ, স্বদেশ আহম্মেদ, প্রমুখ প্রমুখ।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনেও মাঠে দেখা যায়নি তাদের । বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল পুলিশ সার্বক্ষনিক সতর্ক অবস্থানে ছিল। উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শারমিন আখতার বলেন, তার নের্তৃত্বে গঠিত টিম মাঠে কাজ করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট