1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
মোহনপুরে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন নিয়ামতপুরে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে ছলচাতুরির অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকার দেশের ইতিহাসে ‘সেরা নির্বাচন’ আয়োজন করবে : প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণু আলোচনায় বসতে রোমে পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল: ইরানের রাষ্ট্রীয় টিভি রাজশাহীতে হত্যাকাণ্ডের মূল হতা সহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল বাঘায় পুকুরে গোসল করতে নেমে বয়স্ক নারীর মৃত্যু ঋতাভরীর প্রেমিকের প্রশংসায় অভিনেত্রীর মা  রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স

ফিলিস্তিনে মুসলিম হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক………………………………………………………

ফিলিস্তিনে মুসলিম হত্যার বিরুদ্ধে ও আল আকসা মসজিদের পবিত্রতা রক্ষার দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বাংলাদেশ উলামায়ে মাশায়েখ পরিষদ৷ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে জুম্মার নামাজ শেষে পৌর এলাকার ফকির পাড়া কেন্দ্রিয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাই-সোনামসজিদ1 মহাসড়কের শান্তির মোড়ে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

এ সময় সংক্ষিপ্ত পথ সভায় বাংলাদেশ উলামায়ে মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন ইসরাইলী বাহিনীর অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মুসলমানদের প্রাণের কেবলা বাইতুল মোকাদ্দাসকে ৭৩ বছর ধরে দখল করে আছে ঈহুদীরা। শুধু দখল করেই তারা ক্ষান্ত হয়নি ক্ষণে ক্ষণে যখন শয়তান তাদের উস্কানী দেয় তখন ফিলিস্তিনি মুসলমানদের ওপর চালায় হামলা। এই হামলার তীব্র প্রতিবাদ জানান তিনি।

তিনি চ্যালেঞ্জ করে বলেন, পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নেই যেখানে মুসলিমরা কোন গীর্জা, কোন প্যাগোডা বা অন্য কোন ধর্মীয় প্রতিষ্ঠান দখল করে অমুসলিমদের এমন বর্বরভাবে হত্যা করেছে। কিন্তু এই জালেম ঈহুদীরা ইসরাইল থেকে ফিলিস্তিনিদের ওপর বর্বরচিত হামলা চালাচ্ছে। হামলা করছে অবুঝ শিশু নারীদের ওপর। এটা শুধু অন্যায় নয় চরম ধৃষ্টতার বহি:প্রকাশ। কিন্তু তারপরও জাতিসংঘসহ মুসলিম বিশ্ব নীরব। আর তাই জাতিসংঘের কাছে এমন আগ্রাসী হামলা বন্ধের জোড় দাবীসহ মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আল আকসা রক্ষার আবেদন জানান তিনি।

আর যদি তা বন্ধ করতে বিশ্ব নেতারা ব্যর্থ হয় তবে শুধু বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে নয় গোটা মুসলিম বিশ্ব এক হয়ে ইসরাইলের চিহ্ন মুছে ফেলবে বলে হুঁশিয়ারী দেয়া হয় পথসভা থেকে। আর তাই আগামীতে ইসলামের আদর্শ থেকে বের না হয়ে যেখানেই জালেমের আগ্রাসন হবে সেখানেই মাজলুম মুসলমানদের ফুঁসে উঠে তীব্র নিন্দা ও প্রতিবাদের আহ্বান জানান মাওলানা আব্দুল মতিন।

ঘন্টাব্যাপি চলা বিক্ষোভ মিছিল ও পথ সভায় প্রায় ২ হাজার মুসল্লি অংশগ্রহণ করে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার প্রতিবাদ জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট