ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি………………………………………………..
নওগাঁর ধামইরহাটে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ‘দুনিয়ার মজদুর এক হও এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও এক হও’ বজ্রকন্ঠে এই ¯স্লোগানকে সামনে রেখে জাতীয় শ্রমিক লীগ ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের নির্দেশে গড়া বৃহত্তম শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিন করা হয়।
দিবসটি উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ টায় দলীয়ও অফিসে কেক কাটেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী। পরে একটি বিশাল র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে জেলা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রশীদ, ধামইরহাট পৌর মেয়র মোঃ আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক কাউন্সিলর আব্দুল হাকিম, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, ৪নং উমার ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওবায়দুল হক সরকার, ৬নং জাহানপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনাজি, সহ-সভাপতি মোঃ সাকোয়াত হোসেন, যুগ্ম- সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশীদ দোলন, সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, পৌর শ্রমিক লীগের সভাপতি মোঃ কামরুল হোসেন, সাধারন সম্পাদক ইদ্রিস আলী, শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, রোড সম্পাদক হযরত আলী প্রমুখ বক্তব্য রাখেন।#