# মোঃ সাইফুল ইসলাম, শ্যামনগর, সাতক্ষীরা………………………………………..
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শ্যামনগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত হয়ে পূজা মণ্ডপ গুলোর প্রতিনিধিগণ আসন্ন শারদীয় দুর্গোৎসব আয়োজনে স্ব স্ব মন্ডপের সুবিধা ও অসুবিধাসমুহ আগত নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।
দুর্গোৎসবের পূর্বেই সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন শ্যামনগর থানা প্রশাসন ও পূজা পরিষদ নেতৃবৃন্দ এবং রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল মামুন রমজানগর ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু ধর্ম কর্মকারের সভাপতিত্বে ভেটখালী সার্বজনীন পূজা মন্ডলের সম্পাদক প্রভাষক প্রথ্বিস কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ আল মামুন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সহ উপজেলা নেতৃবিন্দু রমজাননগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সপন কুমার হলদার এবং রমজাননগর ও কৈখালী দু’টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এই মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এই দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা শ্যামনগর উপজেলার সকল ধর্ম মতের মানুষ একসাথে মিলেমিশে বসবাস করি, বিভিন্ন উৎসব পার্বণে একসাথে আনন্দ ভাগাভাগি করি। তাই আসন্ন শারদীয় দুর্গোৎসবেও সকলে একসাথে মিলেমিশে আনন্দ করবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।
তারা আরো বলেন, সামনে নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে একটি অসাধু চক্র দেশে সাম্প্রদায়িক সংহতি নষ্টের অপচেষ্টায় লিপ্ত হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে যাতে করে সেই অপশক্তি তাদের আঘাত হানতে না পারে। অসম্প্রদায়িক শ্যামনগর সকলে ধর্মের সকল মতের মেলবন্ধন ঘটবে সেই প্রত্যাশায় সকলকে আগাম শারদীয় শুভেচ্ছা।
এদিকে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় যোগ দেন দু’টি ইউনিয়নের মোট ১১টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনায় অংশ নিয়ে শারদীয় দুর্গোৎসব সফল করতে ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
দুর্গোৎসবের নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানোর বিষয়ে গুরুত্ব সহকারে নির্দেশনা দেয়া হয়। সেই সাথে নিজস্ব ভলান্টিয়ার নিয়োগের জন্য প্রতিটি মন্ডপে পরামর্শ দেয়া হয়। যে কোন প্রকার গুজবে কান না দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সদা সর্বদা যোগাযোগ রক্ষা করার জন্য মন্ডপ কমিটিকে নির্দেশনা দেয়া হয়।#