আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি……………………………………………
নওগাঁর মান্দায় শোভাযাত্রা, আলোচনা সভা,ও মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দিপংকর পাল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, বীরমুক্তিযোদ্ধা আফছার আলী মন্ডল ও অ্যাড. আবদুল মান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম প্রমুখ। এর পরে উপজেলা সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত করা হয়।#