স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী……………………………………
ঈশ্বরদী পৌর এলাকার শৈল পাড়ায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আবু তাহেরের বাড়ীতে গ্রীল কেটে চুরি হয়েছে । চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ নিয়ে যায়। বুধবার (৫ জুন) সন্ধ্যার পর রাতে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন একজনকে আটক করেছে।
এলাকাবাসী জানান, ঘটনার সময় বাড়ীতে কেউ ছিলনা। এ সুযোগে বারান্দার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা। এ সময় তাহেরের স্ত্রী তাহমিদা বাড়ীতে প্রবেশ করতে গিয়ে দেখেন বারান্দার দরজা খোলা, তিনি ভেবেছেন তার ছেলে বাড়ী ফিরেছে। তিনি ঘরে প্রবেশ করতেই চোরেরা তার গলায় চাকু ধরে বাথরুমে আটকে রেখে ঘরের আসবাবপত্র তছনছ করে ২ স্থানে রাখা নগদ ২১ হাজার, তাহেরের মানিব্যাগে থাকা ৫ হাজারসহ নগদ ২৬ হাজার টাকা, প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। এরপর তাহমিদার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ঘটনা জানতে পারে।
সংবাদ পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় সন্দেহভাজন শৈলপাড়া ১২ কোয়ার্টার এলাকার শফিউদ্দিনের ছেলে সুলতান (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, বিষয়টি দস্যুতা। ঘটনাস্থল পরিদর্শনের পর সুলতান নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দোষী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।#