# শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা…………………………………………..
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৩১ টি পেট্রল বোমা উদ্ধার করেছে বিজিবি । শনিবার দিবাগত রাতে সোনামসজিদ বিওপির বটতলা এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে এসব পেট্রল বোমাগুলো উদ্ধার। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসনোটের মাধ্যমে উদ্ধার অভিযানের বিষয়ে জানানো হয়েছে। ককটেল উদ্ধারের বিষয়টি ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সত্যতা নিশ্চিত করেছেন।
ককটেল উদ্ধারের বিষয়ে গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ বিওপি’র চৌকষ একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে যায়। টহল দলটি সোনামসজিদ সীমান্তের দায়িত্বপূর্ন এলাকার ১৮৪ মেইন পিলার হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বটতলা’র এলাকার একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দু’ ব্যক্তিকে বিজিবি সদস্যরা ধাওয়া করে। এক পর্যায়ে ওই ব্যক্তিরা পরিস্থিতি খারাপ বুঝে তাদের কাছে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় । পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশী করলে ৩১ টি পেট্রোল বোমা উদ্ধার হয়।
এ দিকে বিলম্বে প্রাপ্ত খবরে বিজিবি আরো জানিয়েছে পালিয়ে যাওয়া ওই ব্যক্তিদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ৫৯ বিজিবির শীর্ষ কর্মকর্তা লে. কর্ণেল গোলাম কিবরিয়া।#