1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
রূপসায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় কবিতা…………. খুলনায় দুর্নীতির সুযোগ বন্ধে আন্তরিকভাবে কাজ করতে হবে: বিভাগীয় ক‌মিশনার ঝালকাঠি সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠিত; স্বপন সভাপতি, বাচ্চু সম্পাদক গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুল হাকিম, এস আই আজাদ, এস আই মুকুল এর বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট আসামি ছেড়ে দেওয়ার অভিযোগ ঠাকুরগাঁওয়ে বি.পি যুব সংঘ ও পাঠাগারের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় সুবিধা বঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের শীতবস্ত্র (কম্বল) বিতরণ পাবনার আটঘড়িয়ায় বাঁশঝাড় থেকে কিশোরীর মরদেহ উদ্ধার,এলাকায় শোক ও আতংক পত্নীতলায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা কীটনাশক ধ্বংস করছে মাটির উর্বরতা পাশাপাশি জীববৈচিত্র্য

গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৫ জনের মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি……………………………..

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে প্রাচ্যের অক্রফোর্ট খ্যাত ঢাকা বিশ্বািবদ্যালয়ের সাবেক ডাকসুর ভিপি ও জিএস, গাজীপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক,ও জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামানসহ প্রার্থীগণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমানের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান বৃহস্পতিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিউরী কেন্দ্রীয় ঈদগাঁহ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। দক্ষিণ সোম গ্রামের নিজ বাড়ীতে পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। পরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কে বিএম মফিজুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণী ভূইয়া, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, মো. মশিউর রহমান আকাশকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আজিজুর রহমান এর কার্যালয়ে গিয়ে তাঁর হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুপুরে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ মাঠে নেতা-কর্মীদের সাথে মত বিনিময় করেন।

এ ছাড়াও বিকেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়া, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ জেলা সভাপতি মো. শাকিল হোসেন, সহ-সভাপতি মাহমুদ হাসানকে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও জাকের পার্টির মনোনীত প্রার্থী এ এন এম মনিরুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী মো. আমজাদ হোসেন স্বপন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়ন নিয়ে গঠিত ১৯৮ গাজীপুর-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ৫৫৬ জন। তাঁদের জন্য মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১২৪ টি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট