# মোসাঃ শেখ সুমাইয়া শহিদ. খুলনা………………………………
বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান.(৮২) ১৪ জুলাই শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি ১৯৪১ সালে ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। আশফাকুর রহমান খান ১৯৬৮ সালে তদকালীন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান প্রযোজক পদে যোগদান করেন। এর পরে তিনি বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ও ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ৩রা ডিসেম্বর উপমহাপরিচালক পদ থেকে অবসর গ্রহন করেন। তিনি ১৯৭১ সালের ৮ মার্চ যে ৮-১০ জন বেতার কর্মী পাকিস্তান সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ৭ মার্চের ভাষণ তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচার করেছিলেন তাদের একজন ছিলেন ঢাকা কেন্দ্রের তৎকালীন অনুষ্ঠান সংগঠক আশফাকুর রহমান খান।
মুক্তিযুদ্ধের শুরুতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বেতার কেন্দ্র থেকে লুকিয়ে টেপ নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তিনি স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাণীবদ্ধকরণ ও প্রচারে গুরুত্বপূর্ণ পালন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ বেতারের এই মহান ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকার ২০০১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।
এ দিকে তাঁর মৃত্যু”তে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন.শিক্ষা ও সাংস্কৃতি জীবনের সুন্দর পথ প্রদর্শন করে, এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সাল থেকে আজ পর্যন্ত সফলভাবে এগিয়ে চলেছে” বাংলাদেশ বেতার, খুলনা কতৃক নিবন্ধিত ইসলামী সাংস্কৃতিক সংগঠন. শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী বেতার শ্রোতা সংঘ. রূপসা, খুলনা। প্রতিষ্ঠাতা সভাপতিঃ গীতিকার ও সুরকার ইসলামী সংগীত ক্বারীঃ শেখ মোঃ শহিদুল্লাহ্ আল আজাদ, সাধারণ সম্পাদকঃ এস. আসাদুজ্জামান, প্রধান উপদেষ্টাঃ এ্যাডঃ এস,এম মোস্তাফিজুর রহমান মোশতাক, সহ সম্পাদকঃ মোঃ ওমর ফারুক রাসেল, সভাপতি মন্ডলির সদস্যঃ মোঃ রেজাউল করিম গাজী. মোঃ ওহিদুজ্জামান, সাংবাদিক রাজু আহমেদ খান শহিদ, মোঃ খবীরুদ্দীন, মোসাঃ আকলিমা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ হাবিবুর ইসলাম বেলালী. শিক্ষা বিষয়ক সম্পাদকঃ আবদুল্লাহ্ বিন আবজাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ মোসাঃ সুমাইয়া শহিদ সহ শেখ ছখিনা খয়বার নির্বাহী পরিবারের সদস্যঃ মোঃ ইব্রাহিম খান, মোসাঃ রাবেয়া সুলতানা, মোসাঃ সুরাইয়া রহমান তুষা, তামান্না আক্তার বৈশাখী, আসাদুল্লাহ সিয়াম. সাকিবুল ইসলাম, মোসাঃ আফসানা আক্তার মিম, মোসাঃ আছিয়া আক্তার, মোয়াজ মাহমুদ, আহসান হাবীব, নিরব হাওলাদার, রবিউল ইসলাম গাজী, জি এম রাকিব হোসেন, হাফিজুর রহমান, আবু রায়হান গাজী, মোঃ বেল্লাল শেখ” মোঃ আব্দুস সোবহান শেখ, মোঃ নওশের শেখ” মোঃ আবু আহাদ শেখ, মাহাদী হাসান রিয়াদ, নুসাইব বীন শহিদুল ফরাজি, এফ এম বোরহান, মোঃ সাকিব হোসেন রাজ প্রমুখ।#