# আব্দুল বাতেন: দেশের অন্যতম রাজস্ব আদায়কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর বড় ধরনের রাজস্ব ঘাটতিতে পড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই-আগস্ট) এ বন্দরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২১৪ কোটি টাকা।
কাস্টমস সূত্র জানায়, এ সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪৬৪ কোটি টাকা। কিন্তু আদায় হয়েছে মাত্র ২৫০ কোটি টাকা। ফলে বিপুল অঙ্কের ঘাটতি তৈরি হয়েছে। কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীরা জানান, সীমিত পণ্য আমদানি, আমদানিকারকদের অনাগ্রহ, চাহিদা কমে যাওয়া এবং উচ্চ শুল্কহারসহ নানা জটিলতার কারণে রাজস্ব ঘাটতি সৃষ্টি হয়েছে।
সোনা মসজিদ স্থল বন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব একরামুল হক বলেন, সোনামসজিদ বন্দর দিয়ে মূলত পাথর, মসলা, ফলমূল, গম, পেঁয়াজসহ কৃষিপণ্য আমদানি হয়। কিন্তু ভারতের নীতি পরিবর্তন, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ব্যবসায়ীরা আমদানিতে পিছিয়ে যাচ্ছেন। এর সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আয়ে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নেতারা আশঙ্কা করছেন, এভাবে ঘাটতি চলতে থাকলে বছরের শেষে সোনামসজিদ বন্দর থেকে রাজস্ব আদায় মারাত্মকভাবে কমে যাবে। এতে সরকার যেমন বড় অঙ্কের রাজস্ব হারাবে, তেমনি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হবে।
সংশ্লিষ্টরা বলছেন, ঘাটতি কাটিয়ে উঠতে হলে আমদানি সহজীকরণ, শুল্কহার যৌক্তিক করা, বন্দরের অবকাঠামো উন্নয়ন ও ব্যবসায়বান্ধব পরিবেশ তৈরি করা জরুরি।#