জিয়াউল কবীর, (স্টাফ রিপোর্টার): নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (৪র্থ পর্যায়ের ৩য় ব্যাচ) উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার। “থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের আয়োজনে শুরু হয়েছে নির্বাচনি দায়িত্ব সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ (৪র্থ পর্যায়ের ৩য় ব্যাচ)। আজ মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে নির্বাচনি প্রশিক্ষণ কেন্দ্র-১ ও ২ এর উদ্বোধন করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম ।
উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সরকার একটি সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। এই লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে পুলিশই নেতৃত্বের ভূমিকা পালন করে। নির্বাচন কেন্দ্রে কিংবা দায়িত্ব পালনে প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও চৌকশ হতে হবে। আইনশৃঙ্খলা বিষয়ক যেকোনো পরিস্থিতিতে আইনি উপায়ে মোকাবেলা করতে হবে।
তিনি প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে অংশগ্রহণকারীদের আহ্বান জানান, যেন তারা দায়িত্ববোধ ও মনোযোগের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে মাঠ পর্যায়ে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিতে পারেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন) গোলাম রাব্বানী শেখ প্রমুখ।#