শাহরিন সুলতানা সুমা:গাইবান্ধা সাংবাদিক লাঞ্ছিত ও নির্যাতন মামলায় ২জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।
পলিশ গাইবান্ধার আদালত থেকে গ্রেফতারী ওয়ারেন্ট পাওয়ার পর বিশেষ আভিযান চালিয়ে শাহিন ও শাহিনুরকে গ্রেফতার করে বলে পুলিশের সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, আসামীরা সুকৌশলে ডেকে নিয়ে সাংবাদিক সুমাকে বেদম মারপিট করে শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে। এব্যাপারে গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং ২৩/২৪। পুলিশ তাদের গ্রেফতার করলেও অন্যান্য আসামীরা আজও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা চলছে।#