# সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ইন্তিফাদা ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএমের মোড়ে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ইন্তিফাদা ফাউন্ডেশনের পরিচালক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক এস এম মেহেদী হাসান, মো: মওদুদী বাবু, ইন্তিফাদা ফাউন্ডেশনের সদস্য সোহেল সরকার, ইউসুফ হোসেন, ইয়াছিন, আরাফাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহ-সাধারণ সম্পাদক জামাল হোসেন, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিন থানার আমির কাফরুল আহমেদ ও নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরউদ্দিন নুরু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।#