
# মিলন,সারিয়াকান্দি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দিনব্যাপী বগুড়ার সারিয়াকান্দিতে মহান বিজয় দিবস -২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভুমি) আতিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান প্রমুখ।
এরপর সারিয়াকান্দি পাবলিক মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হয়। দুপুরে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।#