
মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী , দেশ নায়ক তারেক রহমানের মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার পর পরই চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নাচোল উপজেলার নেতৃবৃন্দের মাঝে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমাদের পক্ষ থেকে মায়েতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং নিজ উপজেলা নাচোল বাশীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুর খবর পেয়ে নাচোল বাস স্ট্যান্ড সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ভিড় করছেন। এ সময় দলীয় কর্মসূচি অংশ হিসেবে কুরআন তেলাওয়াত, দোয়া ,জাতীয় পতাকা অর্ধনমিত এবং কাল পতাকা অর্ধনমিত রাখা হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আধুনিক বাংলাদেশ গঠন এবং সংসদীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য।#