
# আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ ) সকাল ১১টায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলার স্কুল কলেজের প্রধানগণ সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা: আনারুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইসমাইল হোসেন, আদাতলা ও খঞ্জনপুর বিজিবি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভ টিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ।#