জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে-মহাসড়কে নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ পুলিশ। সেই অগ্রযাত্রায় সাতক্ষীরা জেলা পুলিশ বরাবরের মতোই সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনগণের আস্থা অর্জন এবং সেবার মানোন্নয়নে প্রতিটি পুলিশ সদস্য সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন। আর এই ধারাবাহিকতায় কর্মপরিকল্পনা মূল্যায়ন, সমস্যা সমাধান ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত আয়োজন করা হয় মাসিক কল্যাণ সভা। এরই অংশ হিসেবে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বিগত মাসের কার্যবিবরণীর সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে প্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন। পরে পুলিশ সুপার মনিরুল ইসলাম সকল স্তরের পুলিশ সদস্যদের সমস্যা মনোযোগ সহকারে শুনে অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং অবশিষ্ট সমস্যার দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সার্ভিসরুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মেসে উন্নতমানের খাবার পরিবেশন, ড্রেসরুলস মেনে চলা, ছুটি ও টিএ বিলে স্বচ্ছতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত ও আবাসস্থলের পরিচ্ছন্নতা বজায় রাখা, বিদ্যুতের সঠিক ব্যবহার এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে জেলা পুলিশের এটিএসআই/১৩৯ মো. মুজিবর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করেন। এছাড়া সাতক্ষীরা জেলায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে এক বছর পূর্ণ করায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শ্রদ্ধাভরা শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আনোয়ারুল কবীর ও মো. শফিকুল ইসলাম, ডা. আবু হোসেন, পুলিশ হাসপাতাল সাতক্ষীরা, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন)সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ।
সবশেষে জেলা পুলিশের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়—সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে আগামী দিনগুলোতেও সাতক্ষীরার আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে জেলা পুলিশ এবং জনগণের দোরগোড়ায় আরও উন্নত সেবা পৌঁছে দেবে।#