মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন (এখন টিভি) চ্যানেল এর রাজশাহীর সাংবাদিক অত্যন্ত সৎ-সাহসী হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত মোসাঃ মাসুমা আক্তার গতরাতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত (১৪- ফেব্রুয়ারী) শুক্রবার, রাজশাহীর (এখন- টিভির) সাংবাদিক মোসাঃ মাসুমা আক্তার ছুটিতে তার শশুর বাড়ি কুমিল্লায় যাচ্ছিলেন। কুমিল্লার নূরজাহান হোটেলের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুমা ও তার স্বামী গুরুতর আহত হন। আহত মাসুমা আক্তার ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গুরুতর আহত মাসুমা আক্তার ঢাকা মেডিক্যাল কলেজের নিউরো সার্জারি বিভাগের- ২০০ নং ওয়ার্ডে অজ্ঞান অবস্থায় ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে ছিলেন। পর্যবেক্ষণে থাকা অবস্থায় গত ১৭- ফেব্রুয়ারী দিবাগত রাতে মাসুমা আক্তার ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
এই হৃদয়বিদারক সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। সাংবাদিকতার পেশায় তিনি একজন নিষ্ঠাবান ও সংগ্রামী টিভি সাংবাদিক ছিলেন। তার এই অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ গভীর ভাবে শোকাহত।
এক শোক বার্তায় তানোর প্রেসক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল সহ সকল সদস্য মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই শোকাহত সময়ে আমরা মরহুমার পরিবারের পাশে রয়েছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে, মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ মরহুমার পরিবার সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দিন আমিন ।#