1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ের পুষ্টিগুন মাছের শুকটি রপ্তানি হচ্ছে দেশ-বিদেশে নাচোল বরেন্দ্র অঞ্চলে  দিন দিন হারিয়ে যাচ্ছে খেজুর গাছ ও রস   বাড়তি দামের কারণে ব্যয় বাড়ছে নিত্যপণ্যর ডুমুরিয়ায় হুফ্ফজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলুর বীজ নিয়ে মহা সিন্ডিকেট দিশেহারা চাষীরা! খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়  বাগমারার হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাংবাদিকদের নিরাপত্তার জন্য অ্যাডভোকেসি কর্মশালা  সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণঃ নওগাঁর আত্রাইয়ের কালিকাপুর  ইউনিয়নের রাস্তার বেহাল  দশা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই……………………………………………

নওগাঁর ৭নং কালকাপুড় ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড বিলের রাস্তা ও বিলের ধারের রাস্তা বেহাল অবস্থা৷ চলাচলে একেবারে অযোগ্য হয়ে পড়েছে। এলাকার ছত্র-ছাত্রীরা সীমাহীন দুভোর্গ নিয়ে এপথ দিয়ে চলাচল করছে। অথচ স্থানীয় প্রশাসন এরাস্তাটি নিমার্ণে কোন নজর দিচ্ছে না বলে এলাকাসির বিস্তর অভিযোগ।

 

জানা গেছে, ৭ নং কালকাপুড়  ইউনিয়নের শলিয়া বকুলতলি তাওয়ারের কাছ থেকে আলহাজ্ব মোবারক আলী বাড়ির কাছে, লালুয়া পাকা রাস্তা থেকে লালুয়া গ্রামের মাঝখান দিয়ে গন্ডোগোয়ালি ফজলুর বাড়ি পর্যন্ত, রুপনগর বাজার থেকে নদীর ধার পর্যন্ত৷

 

বন্যাকবলিত এলাকা প্রতিদিন পথটি পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় ছাত্র-ছাত্রী ও এলাকার হাজার হাজার মানুষকে যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গন্তব্য স্থানে। বর্ষা মৌসুমে যে কর্দমাক্ত রাস্তায় হাঁটার কথা শুনলে চোখে পানি চলে আসে পথচারীদের।

 

যেই কাঁদার স্থানে আসলে পার হওয়ার সময় খানিকটা সময়ে  দাঁড়িয়ে ভাবেন পথিক;কিভাবে পার হওয়া যায়।সেই কর্দমাক্ত রাস্তাটিতে পথচারীদের ভোগান্তি কমাতে মানব সেবাই এগিয়ে আসলেন স্থানীয় মহিলা মেম্বার পারুল খাতুন ও স্বামী মোঃ মোকলেছুর রহমান৷

 

সহ গ্রামের জনসাধারণ মোঃ আলহাজ্ব মোঃ মোবারক আলী, প্রভাসক মোঃ জাহের আলী, মমতাজ মন্ডল, আঃ হামিন মাস্টার, আনিসুর রহমান মাস্টার, গোলাম হোসেন, সাজেম আলী মন্ডল, আঃ সামাদ, বরকত উল্লাহ টিপু মাস্টার, জাহিদুল ইসলাম, জাবক্স, আফসার আলী প্রাং, আরোও অনেকে৷

 

রাস্তা গুলোতে একটু বৃষ্টি হলেই  চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ও যায়গায় যায়গায় মিনি পুকুরে পরিনতি হয়। বহুবছর ধরে রাস্তাগুলো সংস্কারের দাবি এলাকাবাসীর থাকলেও জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ এগিয়ে আসেননি।

 

তাই মহিলা  ম্যাম্বর পারুল খাতুন ও স্বামী মোঃ মোকলেছুর রহমান তাহার নিজ উদ্যোগ  স্থানীয় সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি.মহোদয়ের নিকট গ্রামের সকল জনগনের জোর দাবি এই রাস্তাটি করে দিবার জন্য৷ এতে গ্রামের হাজার হাজার মানুষের অনেক সুবিধা হবে।

 

শুধু জনগণের কথা ভেবে এবং পরামর্শক্রমে  রাস্তাগুলো সংস্কারের দাবি জানায় এমপি কাছে মহিলা ইউপি সদস্য মোছাঃ পারুল খাতুন ও মোঃ মোকলেছুর রহমান৷ এই রাস্তাগুলোর বিষয় এমপি জানালে হয়তোবা তাৎক্ষণিকভাবে এর একটি  ব্যবস্থা গ্রহণ করবেন বলে এলাকাবাসির ধারণা৷#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট