1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
সিংড়ায় মাদরাসা দারুস সুন্নাহ বার্ষিক পুরস্কার বিতরণ সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায়  রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা ডুমুরিয়ায় শওকত মোল্যা স্মৃতি উন্মুক্ত পাঠাগারের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতি  অনুষ্ঠান  উপ-সম্পাদকীয়ঃ সীমান্ত হত্যা আর কত ! মোহনপুরে বাজার বণিক সমিতির সাথে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও সূধী সমাবেশ রূপসায় খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত অনিয়মঃ তানোরে সার বিতরণে অনিয়ম ও পাচার রোধে হট্টগোল মারপিট গাইবান্ধা সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা মামলায় ,  গ্রেপ্তারী ওয়ারেন্ট বাঘায় নারী ফুটবল দলের প্রীতি ম্যাচে হাজারো দর্শক পরমাণু বোমা ইরানের হাতের নাগালে

শেখ কামাল অনূর্ধ্ব-১৭ যুব গেমসে রংপুর বিভাগীয় প্রতিনিধিত্ব করবে ফাঁসিতলা বক্সিং ক্লাব। 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গাইবান্ধা প্রতিনিধি…………………………………………….

মাদক থেকে যুবকদের দূরে রাখতে ভূমিকা রাখছে বক্সিং ক্লাব। সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু রায়হান ম-ল রাশেদ এর পৃষ্ঠপোষকতায় ২০২২ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাসিতলা নামকস্থানে প্রতিষ্ঠিত হয় এই বক্সিং ক্লাব।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আবু রায়হান মন্ডল রাশেদ মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে বক্সিং ক্লাব প্রতিষ্ঠিত করে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরীরত অবস্থায় ১০ বছর খেলাধূলা এবং ১৫ বছর বিভিন্ন পর্যায়ে কোচ দিয়েছেন।

 

সাবেক এই কর্মকর্তা অবসরে এসেই মাত্র সাতদিনের মধ্যেই স্থানীয় ২০জন যুবক ও ৫জন নারী নিয়ে ফাঁসিতলা নামকস্থানে বক্সিং ক্লাব প্রতিষ্ঠিত করে। বর্তমানে তিনি ক্লাবটির সভাপতি ও কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে যুবক-নারীদের নিয়ে নিয়মিত অনুশীলনের মাধ্যমে বিভিন্ন জায়গায় বক্সিং খেলায় অংশ গ্রহণ করে।

 

আগামী ২৪ ফেব্রুয়ারী থেকে শেখ কামাল অনূর্ধ্ব-১৭ যুব গেমসে রংপুর বিভাগীয় প্রতিনিধিত্ব করবে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা বক্সিং ক্লাব।

 

এর আগে ঢাকা মোহাম্মদ আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রফেশনাল বক্সিং টুর্নামেন্টে ২জন বক্সার অংশ গ্রহণ করেন। এতে ১জন চ্যাম্পিয়ন হন। এছাড়া শেখ রাসেল রোলার স্ক্যাটিং ত্রিদেশীয় বক্সিং প্রতিযোগিতায় ২জন বক্সার অংশ গ্রহণ করে।

 

শেখ রাসেল অনূর্ধ্ব-১৭/২০২২ গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

শেখ কামাল অনূর্ধ্ব-১৭ যুব গেমসে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বক্সারদের নিয়ে কোচ নিয়মিতভাবে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

 

বক্সার রাসেল মিয়াসহ কয়েকজন যুবক বলেন, ফেসবুকের মাধ্যমে জানতে পারেন ফাঁসিতলা এলাকায় বক্সিং ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। বিষয়টি জানার পর উদ্ধুদ্ধ হয়ে লেখাপড়ার পাশাপাশি কোচের মাধ্যমে বক্সিং খেলার অনুশীলন করি। এরপর আমরা বিভিন্ন প্রতিযোগতায় অংশ গ্রহণ করেছি। আমরা বক্সিং ক্লাবের সবাই মাদকমুক্ত।

 

কোচার আবু রায়হান মন্ডল রাশেদ জানান, স্বল্প সময়ের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় বক্সিং খেলায় অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন ও সুনাম অর্জন করেছি। খেলাধূলার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড- চালিয়ে যাচ্ছে এই বক্সিং ক্লাবটি।

 

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে বাচাঁতে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। বক্সিং ক্লাবটি টিকে রাখতে গেলে সকলের সহযোগিতা প্রয়োজন। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে বক্সিং ক্লাবটি দেশ ও আন্তর্জাতিক বক্সিং খেলোয়ার উপহার দিবেন বলে জানান এই সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট আবু রায়হান মন্ডল রাশেদ।

 

২০২২ সালে সর্বশ্রেষ্ট ও সেরা নন্দিত বক্সার হিসাবে মনোনিত করা হয়েছে সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট আবু রায়হান মন্ডল রাশেদকে। তাকে আগামী ২৪ ফেব্রুয়ারী বক্সিং সোসাইটির পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড প্রদান করবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট