মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের দিকনির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে আজ বুধবার একটি বিশেষ মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় উপজেলার কাঁঠালবাড়িয়া, বারইপাড়া, গণ্ডগোহালী কেন্দ্রীয় গোরস্থানসহ কয়েকটি এলাকায়। এসময় মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “মাদক সমাজ ও দেশের জন্য এক মহামারী। যুবসমাজকে এই ভয়াবহ আসক্তি থেকে রক্ষা করতে আমরা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ অভিযান অবিরামভাবে চলমান থাকবে।#