# মোহাম্মদ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত অঞ্চল দীর্ঘদিন ধরেই চোরাচালানের জন্য পরিচিত। বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্তবর্তী এলাকায় প্রায়শই অবৈধ অনুপ্রবেশ, মাদক ও পণ্য পাচারের মতো কর্মকাণ্ড ঘটে থাকে। এই প্রেক্ষাপটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সোমবার রাতে জেলায় পৃথক দুটি অভিযানে বিজিবি চারজনকে আটক করে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার জেকে পোলাডাংগা সীমান্তে অবৈধভাবে প্রবেশের দায়ে তিনজন বাংলাদেশিকে আটক করা হয়। অন্যদিকে সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে গাঁজা এবং একটি ব্যাটারি চালিত ভ্যানসহ আরেকজনকে আটক করে বিজিবি।
স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় প্রতিনিয়তই চোরাচালানকারীরা বিভিন্ন কৌশলে ভারতীয় সীমান্ত থেকে মাদক, গবাদি পশু ও অন্যান্য পণ্য দেশে আনার চেষ্টা করে। অনেক সময় এ চক্রের সঙ্গে প্রভাবশালী মহলেরও যোগসাজশ থাকে। ফলে এসব কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা কঠিন হয়ে পড়ে।
এ বিষয়ে ৫৯ বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে তারা সর্বদা তৎপর। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ মনে করেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির তৎপরতা যেমন প্রয়োজন, তেমনি বিকল্প জীবিকার ব্যবস্থা করাও জরুরি। কারণ, সীমান্তবর্তী অনেক মানুষ জীবিকার তাগিদে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন।#