শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে রাস্তায় যানযট সৃষ্টি
-
প্রকাশের সময় :
শনিবার, ১১ জুন, ২০২২
-
২৩৭
বার এই সংবাদটি পড়া হয়েছে
ছবি: আরাফাত
# বিনোদপুর, শিবগঞ্জ ইউপি প্রতিনিধি …………………………………….
শিবগঞ্জ উপজেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউপিতে, বিনোদপুর টাপ্প গ্রামের ললবোনা সরু রাস্তায় মুখোমুখি দুইটি ট্রাক ঢুকে যানজট সৃষ্টি করে। গাড়ি চালাচলের কোন জায়গা না থাকায় দীর্ঘ যানজটে পরিণত হয়।
রাস্তায় যানজটে ভোগান্তিতে পড়া জনগণের সাথে আলাপ করে জানা গেছে, আম ব্যবসায়ীরা তেলকুপি বিজিবি ক্যাম্পের কাছে আম ক্রয় করে তেলকুপি থেকে লোড করে পাঠায় ঢাকাসহ বিভিন্ন জায়গায় । রাস্তায় বড় গাড়ি ঢুকায় প্রতিনিয়ত তীব্র যানজটে পড়ে এলাকাবাসী । তাই শিক্ষার্থীসহ কুলি মজুর চাকরিজীবী সবাই উপজেলা নিবার্হী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে এর প্রতিকার দাবি করেছেন।#
এডিট: আরজা/০৪
এই সংবাদটি শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ