
# .শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে সড়ক দূর্ঘ/ট/নায় এক ট্রলি শ্রমিক নি/হ/ত হয়েছে। নি/হ/ত শ্রমিক শিবগঞ্জ পৌরসভাধীন মর্দানা গ্রামের মৃত কশিমুদ্দিনের ছেলে মংলু হক(৬০)। ঘটনাটি ঘটেছে ১৬ নভেম্বর সকাল আটটার দিকে শিবগঞ্জ পৌরসভাধীন শিবগঞ্জ বাজারের কারবালা মোড়ে।
এলাকাবাসী ও নি/হ/তের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকাল আটটার সময় একটি পণ্য বোঝাই ট্রলি কারবালা মোড়ে পৌঁছা মাত্র ট্রলির একটি চাকা খুলে পড়ে। এসময় ট্রলি উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই মংলি নি/হ/ত হয়।
ঘটনাটি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, কোন অভিযোগ না থাকায় লা/শ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।