আব্দুল বাতেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী কলনীপাড়া এলাকায় মেসার্স কাদের সুপার রাইস মিলে চাল চুরির বড় ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৬ অক্টোবর) রাতে মিল থেকে ১৪২ বস্তা চাল চুরি হয়। পরদিন বিকেলে স্থানীয়রা সন্দেহভাজনদের গতিবিধি লক্ষ্য করে ৪৪ বস্তা চুরি হওয়া চাল উদ্ধার করেন এবং দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাকি চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#