1. [email protected] : admin :
  2. [email protected] : Rokon :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরের সিএনজি চালক পবায় ঋণের দায়ে আত্মহত্যা রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশু আবরারের লাশ, দুই কিশোরী আটক ভোলাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ‘জুলাই শহিদ দিবসে’ বাঘায় ‘বিনম্র শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুথানে আহত ও শহিদের স্বরণ তানোরে অতিবৃষ্টিতে পানিবন্দি জনপদ: নিষ্কাশন ব্যবস্থা নেই,  বসতভিটা ৭টি ইউনিয়ন ও ২ পৌরসভার জনগণ চরম দুর্ভোগে “জুলাই শহিদ দিবস-২০২৫” উপলক্ষে রাজশাহীতে স্মরণসভা  আত্রাইয়ে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে কৃষক দলের সদস্য আলাউদ্দিনকে বহিষ্কার দ্রুতগতিতে এগোচ্ছে সিদ্ধেশ্বরী-পাহাড়পুর সড়কের উন্নয়ন কাজ আজ জুলাই শহীদ দিবসে উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের স্মরণসভা ও দোয়া মাহফিল

শিবগঞ্জে ভূমি মেলা-শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

# শিবগঞ্জ প্রতিনিধি: ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হলো “ভূমি মেলা ২০২৫”। রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বক্তারা বলেন, ভূমি-সংক্রান্ত সেবাকে সহজ ও ডিজিটাল করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাই ও মৌজা মানচিত্র প্রদানের সুবিধা ছিল। এছাড়া ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সেবাও প্রদর্শিত হয়, যা নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। “নিয়মিত কর দিন, জমি সুরক্ষিত রাখুন”—এই বার্তা সামনে রেখে মেলায় অনুষ্ঠিত হয় সচেতনতামূলক আলোচনা।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ মেলাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাঙ্গণটি হয়ে ওঠে প্রাণচঞ্চল।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, দূর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনু, শিবগঞ্জ বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, ছাত্র প্রতিনিধি শাহাদাত ও আল বাসরী সহানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ভূমি বিষয়ক কাওয়ালি গান, ছোটদের কুইজ প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা। এসব আয়োজন চলবে ২৭ মে পর্যন্ত।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট