
আব্দুল বাতেন: বিজিবি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে গরু, মহিষ ও বিড়ি তৈরির মসলা জব্দ করেছে ।
বিজিবি জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে চোরাকারবারীরা ভারত থেকে চোরাচালানের উদ্দেশ্যে নদীপথ ও চরাঞ্চলে গবাদিপশু এবং অন্যান্য পণ্য মজুদ করে রেখেছে। তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির মনোহরপুর, মনাকষা ও মাসুদপুর বিওপির বিশেষ টহলদল ০৬ নভেম্বর রাত ১১টা থেকে ০৭ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, বাবুপুর ও মনাকষা ইউনিয়নের সোনাদিয়া, লক্ষ্মী ও চাচ্চুর চর এলাকা থেকে ৪টি গরু, পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ২টি মহিষ এবং ৫০ কেজি বিড়ি তৈরির মসলা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধার করা সব মালামাল পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।#