# মোঃ আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যাদুর্গত পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ বিতরণকরা হয়। আজ ১১ আগস্ট ২০২৫ তারিখে সোমবার বিকেল তিনটায় বোগলা উরি ঘাটে ও আয়ব বিশ্বাসের গ্রামে দুর্লভপুর ও পাঁকা ইউনিয়নের ৩০০ জন বন্যাদুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও নগদ অর্থ বিতরণ করেন মোঃ আব্দুস সামাদ, জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলী সহকারী কমিশনার (ভূমি), মোঃ তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: মিজানুর রহমান, দুর্লভপুর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম আযম এবং পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক উপস্থিত ছিলেন।#