রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস। গুলিবৃদ্ধ শহিদুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।
শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেন্সিডিল আনতে গিয়েছিলেন শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হয় শহিদুল ইসলাম নামের এই যুবক। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।#